Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

প্রকাশিত: ১৭:০৬, ৮ জুলাই ২০১৯
আপডেট: ১৭:০৬, ৮ জুলাই ২০১৯

সুরমার তীর দখলমুক্ত অভিযান: দুই দিনে শতাধিক স্থাপনা উচ্ছেদ

সিলেটদ্বিতীয় দিনের মত সিলেটে সুরমা নদীর তীর দখলমুক্ত করতে অভিযান চালিয়ে কাজিরবাজারের মাছের আড়ৎসহ একাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিচিলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সিলেট সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিচিল জানান, তোপখানা থেকে কাজিরবাজার সেতু পর্যন্ত সুরমার তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে সুরমার তীর দখল করে স্থাপনা গেড়ে বসেছিলেন প্রভাবশালীমহল। এগুলো চিহ্নিত করে তাদের সরে যেতে নোটিশ দেওয়া হয়েছিল। করা হয়েছিল মাইকিংও। এরপরেও তারা সরে না যাওয়ায় অভিযানে নামে প্রশাসন। উল্লেখ্য,এ নিয়ে দুই দিনে সুরমা তীরের শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হলো।   এসটি/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়