প্রকাশিত: ১০:১৮, ২৬ মে ২০১৯
আপডেট: ১১:০৭, ২৭ মে ২০১৯
আপডেট: ১১:০৭, ২৭ মে ২০১৯
আনন্দমেলা উপস্থাপনায় আপ্লুত মেহরীন
বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীত শিল্পী মেহরীন। এর আগেও ২০ বছর আগে এই অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন মেহরীন। এ বার উপস্থাপনা সাথে সাথে একটি নতুন গানও গাইবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুণ–অর–রশীদ।
মেহেরীন জানান, ‘আনন্দমেলা’ উপস্থাপনার সুযোগ পেয়ে গর্বিত মেহরীন। ‘ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে আনন্দমেলা একটা ঐতিহ্য বহন করে। ছোটবেলা থেকেই দেখছি, এই অনুষ্ঠানের ব্যাপারে দর্শকের আগ্রহ। যখন শুধু বাংলাদেশ টেলিভিশন ছিল, তখনো এই অনুষ্ঠানের আবেদন যেমন ছিল, এখনো তা–ই আছে। এই অনুষ্ঠানের স্বতন্ত্র একটা ধারা আছে। সেভাবেই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এবারও যখন আমাকে অনুষ্ঠান উপস্থাপনার ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়, সানন্দে রাজি হই। সত্যি আমি আপ্লুত।’
মেহরীন বলেন, ‘একটা সময় এই অনুষ্ঠান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আনিসুল হকরা করতেন, সেই অনুষ্ঠানের অংশ আমিও। এটা সত্যিই অনেক বেশি আনন্দের। আমি চেষ্টা করেছি, দর্শকেরা যাতে ভালো একটি অনুষ্ঠান উপহার পান, সেটা ধরে রাখতে।’
‘আনন্দমেলা’ অনুষ্ঠানে নতুন একটি গান শোনাবেন মেহরীন। ‘যাযাবর’ শিরোনোমের এই গানের কথা ও সুর জাহাঙ্গীর হায়দার দীপন, সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ ইবনে রাব্বি।
এদিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুণ-অর-রশীদ বলেন, ‘অনুষ্ঠানের এবারের ভাবনা সাংস্কৃতিক অঙ্গনের নারীদের এগিয়ে যাওয়া নিয়ে। সেই ভাবনা থেকে উপস্থাপক হিসেবে মেহেরীনের অন্তর্ভুক্তি। অন্যান্য সেগমেন্টও আমরা সেভাবেই সাজিয়েছি।’
এবারের ‘আনন্দমেলা’য় গান পরিবেশন করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও মমতাজ। থাকবে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিশেষ পরিবেশনা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান ও মনিরুল হাসান।
এসএ/ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়