বিনোদন ডেস্ক
সিনেমা হল খুলে দিতে মোদির কাছে কৌশিক গাঙ্গুলীর অনুরোধ
পরিচালক কৌশিক গাঙ্গুলি
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে উপমহাদেশের সিনেমা হলগুলো। কবে আবার সেই হলগুলোর বাতি জ্বলবে তা এখনও অনিশ্চিত। এজন্য ইতোমধ্যেই চিন্তায় পড়ে গেছেন হল মালিক তথা চলচ্চিত্র পরিচালক ও টলি তারকারা। শুধু তাই নয়, ইতোপূর্বে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টলিউড তারকাদের একাংশসহ টলিউডের হিট কিছু পরিচালক।
এবার তাদেরই সুরে সুর মেলালেন কলকাতার স্বনামধন্য পরিচালক কৌশিক গাঙ্গুলি। শুধু তাই নয়, উপমহাদেশের সিনেমা হলগুলো খুলে দেওয়ার অনুরোধ জানিয়ে শনিবার টুইটের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আবেদন জানিয়েছেন এই পরিচালক।
টুইটে তিনি লিখেছেন, ‘শ্রদ্ধেয় নরেন্দ্র মোদি জি, আমি বাংলা চলচ্চিত্র নির্মাতা কৌশিক গাঙ্গুলি। আজ আমি আপনার কাছে একটি বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। আমাদের বৈচিত্র্যময় চলচ্চিত্রগুলো গত কয়েক দশক ধরে বিশাল অংকের দর্শকদের বিনোদিত করে আসছে। কিন্তু বর্তমান এই মহামারি পরিস্থিতির কারণে দীর্ঘসময় যাবত বন্ধ হয়ে আছে এই প্রেক্ষাগৃহগুলো। যার ফলে আর্থিকভাবে মারাত্মক ক্ষতি মুখে পড়েছে এর সাথে সংশ্লিষ্ট প্রায় সবাই। তাই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি কিছু একটা ব্যবস্থা নিন।’
এর আগেও একটি সাক্ষাতকারে এই পরিচালক জানিয়েছিলেন, চলচ্চিত্র বিনোদনের অন্যতম বিশেষ একটি মাধ্যম। সেক্ষেত্রে এই মহামারি চলাকালীন সময়ে চিন্তাকে খানিকটা বিরতি দিতেই প্রত্যেককে চলচ্চিত্র দেখা উচিত। আর সেজন্যেই স্বাস্থ্যবিধি মেনে প্রেক্ষাগৃহ খুলে দেওয়া উচিত।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে