বিনোদন ডেস্ক
‘হাসির রাজা’ দিলদারের মেয়ের বিয়ের ভিডিও ভাইরাল
চলচ্চিত্রের পর্দায় দুঃখ ভুলানো মানুষ ছিলেন তিনি। ছবি দেখতে দেখতে কষ্ট-বেদনা বা ক্লান্তিতে মন যখন আচ্ছন্ন হয়ে যেত তখনই তিনি হাজির হতেন হাসির ফোয়ারা ছড়িয়ে, পেটে খিল ধরিয়ে। বলছি, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের কথা।
মৃত্যুর পর এই অভিনেতাকে আজও মিস করেন বাংলা ছবির দর্শক। ২০০৩ সালের ১৩ জুলাই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এরপর দিলদার অভিনীত ছবিগুলো সিনেমা হলে কিংবা টেলিভিশনের পর্দায় যখনই প্রচার হয় দর্শকরা তাকে নিয়ে আফসোস করেন। দিলদার গেলেন, তার মতো কেউ আর আসেনি।
তিনি নায়ক হিসেবেও অভিনয় করে সফল হয়েছেন। কোটি দর্শকের মতো প্রিয় ছিলেন সিনেমার মানুষদের কাছে। প্রযোজক, পরিচালক ও তারকারা পছন্দ করতেন তাকে। সেই প্রমাণ মিললো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে। সেই ভিডিওটি দিলদারের মেয়ে মাসুমার বিয়ের।
জানা গেছে, ১৯৯৫ সালে দিলদারের বড় মেয়ে মাসুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ঢালিউড আলো করে রাখা একঝাঁক তারকা। তাদের মধ্যে আলমগীর, শাবানা, ইলিয়াস কাঞ্চন, শাবনূর, শাবনাজ, ওমর সানি, ডলি জহুর, হুমায়ুন ফরিদী, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, নূতনসহ অনেকেই ছিলেন।
বিয়ের অনুষ্ঠানের ভিডিওটিতে দেখা যায় দিলদারের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছিলেন তারকারা। যেখানে ডলি জহুর দিলদারকে মজা করে বলছেন, ‘এ মেয়েকে দেখে তো তোমার মেয়ে মনে হচ্ছে না।’ দিলদার জবাব দেন, ‘তাহলে কি বলবো?’ ডলি বলেন, ‘আমাদের মেয়ে বলো।’
এদিকে দিলদারের ছোট মেয়ে জিনিয়া আফরোজ ভিডিওটি নিয়ে বলেন, ‘মগবাজারের একটি কমিউনিটি সেন্টারে আপুর বিয়ের অনুষ্ঠান হয়েছিল। খুব মজা হয়েছিল মনে আছে। সিনেমার অনেক তারকা এসেছিলেন। তাদের দেখতে মানুষের ভিড় লেগে গিয়েছিল। সবাই একদম পরিবারের সদস্যদের মতো এলেন। আপুকে আশীর্বাদ করলেন। সাধারণ অতিথিদের মতো খাবার খেলেন।
শাবানা ম্যাডাম জর্দা খেয়ে খুব প্রশংসা করলেন। সেদিন টের পেয়েছিলাম সিনেমার মানুষ বাবাকে কতোটা ভালোবাসতেন। আজ এই ভিডিওটা মন খারাপ করিয়ে দিল। আবার অনেক স্মৃতিও মনে করিয়ে আনন্দ দিচ্ছে।’
দিলদারের মেয়ের ভিডিওটি দেখতে ক্লিক করুন
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে