বিনোদন ডেস্ক
অবহেলায় পরে আছে ইরফান খানের সমাধি
ইরফান খানের সমাধি
২০২০ সালে বলিউডের মৃত্যুর পথযাত্রা শুরু হয় ইরফান খানের নাম দিয়েই। সেরা এই অভিনেতা মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। ইরফান খানের মৃত্যুতে পুরো বলিউড থমকে যায়। তার মৃত্যুর চার মাস পেরিয়ে গেলেও অনেকেই তার মৃত্যু শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি।
ভারসোভার মুসলিম কবরস্থানে সমাধিস্থ করা হয়েছিল ইরফান খানকে। আজ সেই সমাধির চারপাশে অযত্নের চিহ্ন দেখা যাচ্ছে। বিনা রক্ষণাবেক্ষণে যেখানে-সেখানে গজিয়ে উঠেছে আগাছা। কিছু পাথর দিয়ে ঘেরা রয়েছে। সেই অবস্থাতেই পড়ে রয়েছে বিশ্বখ্যাত অভিনেতার সমাধি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা চন্দন রায় সান্যালের শেয়ার করা ছবি দেখে চোখের কোণ ভিজছে অনুরাগীদের। ছবি দেখার পর প্রশ্ন উঠছে, চার মাসেই কি এতটা পেছনের পাতায় চলে গেলো ইরফান খানের স্মৃতি?
ইরফান খানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন অভিনেতা চন্দন রায় সান্যাল। সেখানে গিয়ে তিনি দেখেন অযত্ন আর অবহেলায় পরে আছে প্রিয় অভিনেতার কবর। তাই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘কাল থেকেই ইরফানকে মিস করছিলাম। নিজেকে ধিক্কার জানাচ্ছিলাম চার মাস ধরে ওর সমাধিতে না যাওয়ার জন্য। এইখানেই একা একা বিশ্রাম নিচ্ছে গাছগাছালির মাঝখানে। আমি কিছু রজনীগন্ধা রেখে গেলাম। আর ওর সাম্রাজ্যের কিছু অংশ নিজের জন্য নিলাম। কতগুলো দিন কেটে গেল ইরফান খান!’
২০১৮ সালে নিউরোএনডোক্রাইন টিউমার (এক ধরনের কোলন ক্যান্সার) ধরা পড়ে ইরফান খানের। তখন থেকেই নিয়মিত এ রোগের জন্য চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৮ এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। সেখানে আর একটি দিনও বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি তাকে। ২৯ এপ্রিল পুরো দেশবাসীকে কাঁদিয়ে মৃত্যুলোকে পাড়ি দেন ইরফান।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে