বিনোদন ডেস্ক
সেন্সর ছাড়পত্র পেল বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র
বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ গতকাল সোমবার বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই ঘণ্টা ২৭ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্র করোনা পরিস্থিতি কাটিয়ে সিনেমা হল খুললে মুক্তি দেওয়া হবে।
প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান। গবেষণা, চিত্রনাট্য, আবহ-সংগীত ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।
প্রামাণ্যটিতে রয়েছে বঙ্গবন্ধুর উন্মেষ পর্ব (১৯২০-১৯৪৭), বঙ্গবন্ধুর জাতীয় রাজনীতিতে পদার্পণ (১৯৪৭-১৯৫৪), বঙ্গবন্ধুর উত্থান পর্ব (১৯৫৫-১৯৬৩), স্বাধিকার ও অভ্যুত্থান পর্ব (১৯৬৩-১৯৬৯), ঐতিহাসিক নির্বাচন পর্ব (১৯৭০), স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ পর্ব (১৯৭১) এবং স্বদেশ, বিশ্বনায়ক ও প্রয়াণ পর্ব (১৯৭২-১৯৭৫)।
প্রামাণ্যচিত্রের ভাষ্যপাঠ করেছেন, সৈয়দ হাসান ইমাম, মঞ্চসারথী আতাউর রহমান, আব্দুস সবুর খান চৌধুরী, লায়লা হাসান, সৈয়দ ইসমাত তোহা, রমিজ রাজু, রেজাউল করিম সিদ্দিক, ড. লিখন রহমান ও সৈয়দ সাবাব আলী আরজু। স্থিরচিত্র সম্পাদনা করেছেন মো. জামাল আবেদিন, সহযোগী অনুবাদক সৈয়দ শায়ের আলী, সম্পাদনা, গ্রাফিক্স ও ধ্বনি পরিকল্পনায় মো. শামসুল আলম এবং সহ-গবেষক ও সাব-টাইটেল করেছেন সুলতানা কানিজ ফাতেমা।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে