বিনোদন ডেস্ক
আপডেট: ১৬:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২০
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় আয়ুষ্মান
আয়ুষ্মান খুরানা
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে সবচেয়ে প্রতিষ্ঠিত ম্যাগাজিন ‘টাইমস’। আর সেই তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে স্থান করে নিয়েছেন আয়ুষ্মান খুরানা। এমনটাই প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যম।
প্রভাবশালী সেই ১০০ ব্যক্তির তালিকায় নাম ছিলো না সালমান, শাহরুখ এবং আমির খানের মত স্বনামধন্য অভিনেতাদেরও।
আয়ুষ্মান খুরানা ভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করেন। তারপরও বলিউডে হিট তিনি। প্রথম ছবি ‘ভিকি ডোনার’ দিয়েই নিজের জাত চিনিয়ে ছিলেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন।
শুধু অভিনয়ে নয় গানেও রয়েছে আয়ুষ্মানের ব্যাপক দক্ষতা। আর সেই প্রেক্ষিতেই চলতি বছর টাইম ম্যাগাজিনের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন ‘আন্ধাধুন’ খ্যাত আয়ুষ্মান।
এ খবরে ইনস্টাগ্রামে আয়ুষ্মান লিখেছেন, বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় আমার নাম। সত্যিই এই গ্রুপের সদস্য হতে পেরে আমি সন্মানিত বোধ করছি।
এদিকে আয়ুষ্মানের প্রশংসায় দীপিকা বলেছেন, আমি আয়ুষ্মানকে তার প্রথম সিনেমা ‘ভিকি ডোনার থেকে খেয়াল করেছি এবং তার প্রথম সিনেমাতেই আমি মুগ্ধ হয়েছিলাম। সত্যি সে একজন আইকনিক অভিনেতা। এটি তার প্রাপ্য ছিলো।
টাইম ম্যাগাজিনের তালিকায় আরো নাম রয়েছে মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমাজ, অস্কারজয়ী সিনেমা ‘প্যারাসাইট’ এর পরিচালক বং জুন হো, ব্রিটিশ অভিনেত্রী মিশেল কোয়েল সহ আরো বেশ কয়েকজনের।
তবে অভিনেতা ছাড়া ভারতীয়দের মধ্যে আয়ুষ্মান খুরানা ছাড়া আরো নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গুগলের সিইও সুন্দর পিচাই, অধ্যাপক রবীন্দ্র গুপ্তা এবং শাহিন বাগের বিলকিস দাদির।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে