বিনোদন ডেস্ক
অনুদানের ছবি ‘ভালোবাসা প্রীতিলতা’য় তিশা
নুসরাত ইমরোজ তিশা
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জানা গেল রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ হচ্ছেন পরীমণি। অন্যদিকে বিকেলের খবর হচ্ছে আরেক পরিচালক প্রদীপ ঘোষের প্রীতিলতা হচ্ছেন নুসরাত ইমরোজ তিশা। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান প্রাপ্ত ছবিটির নাম ‘ভালোবাসা প্রীতিলতা’।
তিশা ব্যতীত ‘ভালোবাসা প্রীতিলতা’ ছবিতে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে থাকছেন মনোজ প্রামাণিক। এছাড়া অভিনয় করবেন মান্নান হীরা (প্রীতিলতার বাবা), মৃন্ময়ী রূপকথা (কিশোরী প্রীতিলতা), কামরুজ্জামান তপু (সূর্য সেন), ইন্দ্রানী ঘটক (কল্পনা দত্ত), অমিত রঞ্জন দে (নির্মল সেন), সুচয় আমিন (মনোরঞ্জন), পাশা মোস্তফা কামাল (ইংরেজ ম্যাজিস্ট্রেট), মিজান রহমান (ইংরেজ অফিসার)। ছবিটির রূপসজ্জায় থাকছেন শিল্পী মোহাম্মদ আলী বাবুল।
ব্রিটিশবিরোধী আন্দোলনে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন নিয়ে সেলিনা হোসেন লিখেছেন উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’। সে উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ছবিটি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রীতিলতার ৮৮ তম আত্মাহুতি দিবস উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ছবিটির মহরত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
‘ভালোবাসা প্রীতিলতা’র পোষাক পরিকল্পনায় রয়েছেন শিল্পী কনক আদিত্য। সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। ছবিটির লোগো এঁকেছেন শিল্পী মামুন হোসাইন। শিল্প নির্দেশনায় রয়েছেন শিল্পী জাহিদ মোস্তফা এবং মুজিবুল হক। প্রযোজনা নির্বাহী হিসেবে থাকছেন রিফাত মোস্তফা।
ছবিটির শুটিং শুরু হবে আগামী ১ অক্টোবর।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে