বিনোদন ডেস্ক
ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য রিয়া: এনসিবি
রিয়া চক্রবর্তী
সুশান্ত ইস্যুতে মাদক মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী রিয়া চক্রবর্তী কয়েকবার জামিনের আবেদন করেও জামিন পাননি। এবার এ মামলায় রিয়া ও তার ভাই শৌভিকের জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করে বোম্বে হাইকোর্টে হলফনামা পেশ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ওরফে এনসিবি।
সোমবার এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এই এফিডেভিট-এ দাবি করেছেন, রিয়া চক্রবর্তী মাদক পাচারের জন্য যে অর্থ ব্যয় করেছেন তার উপযুক্ত প্রমাণ রয়েছে।
তিনি জানিয়েছেন- হোয়াটসঅ্যাপ চ্যাট, মোবাইল কল রেকর্ড, ল্যাপটপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বোঝা যাচ্ছে মাদক কেনার জন্য তিনি অর্থ ব্যয় করেছেন। আর তাই বহু প্রমাণ রয়েছে, যেখানে দেখা যাচ্ছে শুধু ড্রাগ ওয়ার্ল্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ নয়, তিনি মাদক পাচার কাণ্ডে অর্থও ব্যয় করেছেন।
সুশান্ত সিং রাজপুত মাদক নিতেন এই তথ্য এনসিবির হাতে এসেছে। সেই মর্মে তাদের দাবি যে রিয়া সেই বিষয়টিকে প্রশ্রয় দিয়েছেন এবং গোপন করার চেষ্টা করেছেন। এই বিষয়টিও আইনত অপরাধ বলে জানিয়েছে এনসিবি।
হাইকোর্টের পেশ করা এফিডেভিট-এ তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এও বলা হয়েছে, ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য রিয়া চক্রবর্তী। হাই সোসাইটির ড্রাগ পাচারকারী এবং ব্যক্তিত্বদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। মাদক পাচারের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ক্যাশ টাকার মাধ্যমে মাদক কাণ্ডে লেনদেন করেছেন রিয়া।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে