বিনোদন ডেস্ক
উইকিপিডিয়ায় ববিতার ‘বিরল’ রেকর্ড
ববিতা
অভিনয় ক্যারিয়ারে নানা রেকর্ড গড়েছেন বরেণ্য অভিনেত্রী ববিতা। এবার গুণী এই শিল্পী ভিন্ন একটি রেকর্ড গড়লেন।
সাধারণত উইকিপিডিয়ায় একটি বা দুইটি ভাষাতেই তারকার তথ্য দেখা যায়। কিন্তু ববিতার ক্ষেত্রে যুক্ত হলো বাংলা, ইংরেজি, আরবি, কোরীয়, তামিল, ওড়ীয় ও পাঞ্জাবি মোট সাত ভাষায় দেখা যায় অনলাইনভিওিক এনসাইক্লোপিডিয়া ‘উইকিপিডিয়া’।
মোট সাতটি ভাষায় ববিতাকে নিয়ে উইকিপিডিয়া তথ্য হালনাগাদ করেছে। এ প্রসঙ্গে ববিতা বলেন, এটা আমার জন্য বিরাট পাওয়া। অন্য অনেক পুরস্কারের মতোই এটি আমার কাছে মূল্যবান। ভীষণ খুশি লাগছে আমার।
প্রখ্যাত নির্মাতা জহির রায়হানের হাত ধরে সিনেমায় আগমন ঘটে ববিতার। অভিনয় ক্যারিয়ারে ববিতা সাড়ে তিন’শ এর বেশী সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন দেশ-বিদেশের বহু সম্মাননা।
ভারতীয় বিখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের অশনি সংকেত সিনেমায় অভিনয় করার পর থেকেই তার নামের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকার তকমাটি জুটে যায়। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননাও পেয়েছেন তিনি।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে