বিনোদন ডেস্ক
যশ চোপড়ার চরিত্রে শাহরুখ খান!
সংগৃহীত
বলিউড ইন্ডাস্ট্রির পরিচিত এক নাম যশরাজ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার প্রয়াত যশ চোপড়ার ভারতীয় সিনেমার প্রতি ভালোবাসা থেকেই প্রতিষ্ঠানটি আজকের এ অবস্থানে। যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি হলো এ বছরের ২৭ সেপ্টেম্বর।
সে উপলক্ষে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়া এবং তার পুরো দল মিলে যশ চোপড়াকে নিয়ে একটি বড় বাজেটের বায়োপিক নির্মাণ করবেন বলে জানা গেছে। চমক হলো সেই সিনেমায় শাহরুখ খানকে কিংবদন্তি প্রযোজক ও পরিচালক যশ চোপড়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে গুঞ্জন চলছে বলিউডপাড়ায়।
বৃহস্পতিবার বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। তারা যশরাজ ফিল্মসের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, আদিত্য চোপড়া খুব গুরুত্বের সাথে এই প্রকল্পটির দিকে নজর রাখছেন। কারণ তিনি এবং যশ চোপড়ার সব অনুরাগী ভক্তরা বিশ্বাস করেন যে চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার স্ব-অনুপ্রাণিত সাফল্যের গল্পটি অনুকরণীয়।
আর শাহরুখ খানের চেয়ে যশ চোপড়া চরিত্রে অভিনয় করার যোগ্য আর কে? যশ খুবই স্নেহ করতেন শাহরুখকে। তাদের সম্পর্কটা ছিলো পিতা-পুত্রের মতোই।
যদিও কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি; তবে পিতা যশ ও পুত্র আদিত্য চোপড়ার প্রিয় অভিনেতা হওয়ায় এসআরকে পুরোপুরি ফিট বলে মনে হচ্ছে। ছবিটি কে পরিচালনা করবেন এবং এখানে শাহরুখের বিপরীতে কাকে দেখা যাবে সে নিয়ে কোনো কিছু জানা যায়নি।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে