বিনোদন ডেস্ক
যে সময়ের অভিযোগ, সে সময় অনুরাগ শ্রীলঙ্কায়!
ফাইল ছবি
বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ এনেছেন বাঙালী অভিনেত্রী পায়েল ঘোষ। এদিকে অনুরাগ জানিয়েছেন যে সময়কালে শ্লীলতাহানির অভিযোগ পায়েল এনেছেন সেই সময় তিনি শ্রীলঙ্কায় ছিলেন।
বৃহস্পতিবার ভারসোভা থানায় অনুরাগকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। সেখানে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ অস্বীকার করে জানান, ২০১৩ সালে যে সময়ের কথা পায়েল তার অভিযোগে উল্লেখ করেছেন, তিনি সেই সময় শ্রীলঙ্কায় ছবির জন্য শুট করছিলেন। অথচ পায়েলের কথা অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে অনুরাগের ফ্ল্যাটে।
এ দিকে পরিচালকের আইনজীবী প্রিয়াঙ্কা খিমানি এক বিবৃতিতে জানান, “অনুরাগ তার কথার পক্ষে সব রকম তথ্য পেশ করেছেন মুম্বাই পুলিশের কাছে। ২০১৩ সালের আগস্ট মাস জুড়ে তিনি শ্রীলঙ্কায় ছবির শুটিং করছিলেন। পরিচালক ওই ঘটনা ও তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তাই অস্বীকার করছেন।”
পরিচালকের তরফে আরও দাবি করা হয়, জনসমক্ষে তার ভাবমূর্তি নষ্ট করার জন্যই হঠাৎ এই ঘটনা প্রচার করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, “এফআইআরে পায়েলের সমস্ত অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। অনুরাগ জানেন পায়েল এবার তার বয়ান বদল করবেন। অনুরাগের পরিবার ও অনুরাগীরাও মিথ্যা অভিযোগ নিয়ে ব্যথিত। তিনি ভেঙেও পড়েছেন। তাই আইন অবলম্বন করে এগোতে চান।”
অনুরাগ কাশ্যপ মনে করেন, অভিযোগ করার জন্য পায়েল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। পরিচালকের দাবি, অভিযোগকারিণী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফৌজদারি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে চেয়েছেন এবং মিটু আন্দোলনকেও বিপথে চালিত করার চেষ্টা করেছেন।
গত সপ্তাহে অনুরাগের গ্রেপ্তারের দাবি তুলে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি ও কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের সঙ্গে দেখা করেছিলেন পায়েল।
পায়েল তার অভিযোগে জানিয়েছিলেন, অনুরাগ ছবিতে ‘কাস্টিং’ নিয়ে আলোচনা করার নামে আন্ধেরির ফ্ল্যাটে ডেকে তার শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪, ৩৪১ ও ৩৪২ ধারা অনুযায়ী অনুরাগের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সেই কারণেই তাকে ডেকে জেরা করেছে মুম্বাই পুলিশ।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে