বিনোদন ডেস্ক
সুশান্তের মৃত্যুর ঘটনায় ফের সরব কঙ্গনা
কঙ্গনা রনৌত
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় আবার সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। সম্প্রতি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স দাবি করেছে সুশান্ত আত্মহত্যা করে নি, বরং তাকে হত্যা করা হয়েছে। এইমসের এই তদন্তের রিপোর্ট পুরোপুরি নাকচ করেছেন কঙ্গনা।
শনিবার দুটি টুইট বার্তায় ফের টোপ দাগালেন অভিনেত্রী। কঙ্গনা লিখেছেন, ‘এক দিন সকালে ঘুম ভাঙল, তারপর আচমকা নিজেদের মেরে ফেললেন, তরুণ এবং অসাধারণ প্রতিভাসম্পন্ন মানুষদের ক্ষেত্রে এটা কখনও হতেই পারে না। সুশান্ত বলেছিলেন, তাকে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হয়েছে। প্রাণের আশঙ্কা ছিল। মুভি মাফিয়ারা তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে, তাকে হেনস্থা করা হয়েছে। ধর্ষণের ভুয়া অভিযোগে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সুশান্ত।’
তিনি হ্যাশট্যাগ-এমস শব্দবন্ধটিও ব্যবহার করেছেন এই টুইটে।
আত্মহত্যার রিপোর্ট আসার পরই কঙ্গনা বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন অন্য একটি টুইটে। লিখেছেন, ‘সুশান্ত বারবার বলেছেন, নামি প্রযোজনা সংস্থা তাকে ‘ব্যান’ করেছে। কারা ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? কেন গণমাধ্যমে ওকে ধর্ষক হিসেবে দাগিয়ে ভুয়া খবর প্রচার করা হয়েছিল? কেন মহেশ ভাট সাইকোঅ্যানালিসিস করছিলেন সুশান্তর?’
শনিবার চিকিৎসক সুধীর গুপ্তের নেতৃত্বে একটি দল অভিনেতার পোস্টমর্টেম এবং ভিসেরা রিপোর্ট পুনরায় পরীক্ষা করার পর সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যাকেই চিহ্নিত করেছে। এই রিপোর্ট আসার পরই ফের কঙ্গনা সরব হলেন টুইটারে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে