আইনিউজ ডেস্ক
বাপ্পা মজুমদারের সংগীতে ‘ভালোবাসা প্রীতিলতা’
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সরকারি অনুদানের নির্মিত হচ্ছে একই নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নির্মাতা প্রদীপ ঘোষ এ চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্ব দিয়েছেন বাপ্পা মজুমদারকে।
ছবিটিতে মোট চারটি সংগীত সংযোজিত হচ্ছে যার মধ্যে দুটি মৌলিক গান এবং একটি দ্বিজেন্দ্র লাল রায় ও অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের গান।
নির্মাতা জানান, বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে চলচ্চিত্রে যোগ হবে ভিন্নমাত্রা।
এ প্রসঙ্গে বাপ্পা বলেন, “ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিতব্য এই চলচ্চিত্রে সংগীত পরিচালনা করার দায়িত্ব পেয়ে আমি ভীষণ আনন্দিত। আমি চেষ্টা করছি দর্শককে ভিন্ন কিছু দেওয়ার।”
আরও বলেন, “ঐতিহাসিক ঘটনার বিবরণ নিয়ে নির্মিত এই চলচ্চিত্র বাঙালির সংগ্রামের আত্মপরিচয়কে সমৃদ্ধ করবে। বাংলার মাটিতে যে সকল বিপ্লবীরা জীবন দিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তাদের সকলের প্রতি সম্মান জানানোর দায়িত্ববোধ কাজ করছে আমার মধ্যে।”
“আমরা বাঙালিরা বীরের জাতি। চট্টগ্রামের যুববিদ্রোহ বাঙালি জাতির সকল আন্দোলনকে শক্তি জুগিয়েছিল। তাই এর নির্মাণ আন্তর্জাতিকভাবে যেন সকলের গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সে ব্যাপারে আমি গভীরভাবে চিত্রনাট্যটি পাঠ করেছি। আমি আশা করছি সংগীত সংযোজন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক চলচ্চিত্রকে সমৃদ্ধ করবে।”
‘ভালোবাসা প্রীতিলতা’য় নাম ভূমিকায় থাকছেন নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে মনোজ প্রামাণিককে দেখা যাবে।
আরও অভিনয় করছেন মান্নান হীরা, মৃন্ময়ী রূপকথা, কামরুজ্জামান তাপু, ইন্দ্রাণী ঘটক, অমিত রঞ্জন দে, সুচয় আমিন, পাশা মোস্তফা কামাল, মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, আরিফুল ইসলাম হাবিব, পংকজ মজুমদার, তামিমা তিথি প্রমুখ।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে