নিজস্ব প্রতিবেদক
ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শাকিব খান
সংগৃহীত ছবি
ধর্ষকের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার দাবিতে আন্দোলন করছে নানা শ্রেণি পেশার মানুষ। পিছিয়ে নেই শোবিজের তারকারাও। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছেন অনেক তারকা। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান।
বৃহস্পতিবার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে ধর্ষকদের দ্রুত শাস্তির দাবি করেন শাকিব খান।
ওই স্টাটাসে শাকিব খান লিখেন, সবকিছুর প্রথমে নারীর পরিচয় তিনি একজন মানুষ। সমাজ এখনো অনেক ক্ষেত্রে নারীকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না! তারপরই একজন নারী কারো মা, কারো বোন। এই কারো মা, বোন, মানুষ সত্ত্বা নারীকে মানুষ হিসেবেই মানুষের শ্রদ্ধা করা উচিত, গণ্য করা উচিত, মান্য করা উচিত- এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নবাব খ্যাত এ নায়ক লিখেছেন, একজন নারী একজন মা, পৃথিবীর কোনো কিছু মায়ের সঙ্গে তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধর্ষণের মানসিকতা মনের মধ্যে লালন করে বেড়ায়- তার কোনো পরিচয় হয় না। সে পুরুষ না কি, তার চেয়ে বড় তিনি কখনোই মানুষ নন। তার একমাত্র পরিচয় সে ধর্ষক।
নিজের সিনেমার প্রসঙ্গ টেনে এনে শাকিব খান বলেন, সচেতন মানুষ হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরণের ঘৃণিত অপরাধের বিরুদ্ধে আমি আমার কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাবো। এমনকি আমার শুটিং চলতি ছবি “নবাব এলএলবি” সিনেমাতেও ধর্ষণের মতো জঘন্য বিষয়টিকে প্লট হিসেবে বেঁছে নিয়েছি।
ধর্ষকদের দ্রুত শাস্তির দাবি করে শাকিব খান স্ট্যাটাসে বলেছেন, দেশে মহামারির চেয়েও ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ। এর কারণ ওইসব মানুষরূপী নরপশুদের নৈতিক অবক্ষয়, মাদকের বিস্তার, ধর্ষণসংশ্লিষ্ট আইনের সীমাবদ্ধতা, বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা এবং বিচারের দীর্ঘসূত্রতা। দল, মত, ক্ষমতা সবকিছুর উর্ধ্বে গিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে, অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবির’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছে শাকিব খান। সিনেমাটির গান ও অ্যাকশন দৃশ্যের শুটিং করতে চলতি মাসে মালদ্বীপ যাচ্ছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছে দুই নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে