বিনোদন ডেস্ক
আপডেট: ২০:২১, ১০ অক্টোবর ২০২০
কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল আদালত
কঙ্গনা রানাউত
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু থেকে শুরু করে বলিউডের নেপোটিজম কিংবা বলিউডি ড্রাগ যোগের সব ব্যাপারেই গুরুতর অভিযোগ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার কৃষিবিলের বিরোধীদের পথে নামা হাজার-হাজার চাষির বিরুদ্ধে তিনি এক মন্তব্য করে বসেছেন, তাতে তার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশের অরাজনৈতিক ব্যক্তিত্ব থেকে কৃষক সমাজের একটা বড় অংশই।
সম্প্রতি কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখানো কৃষক আন্দোলনের সঙ্গে সন্ত্রাসবাদের তুলনা করেছেন কঙ্গনা। কৃষকদের সম্পর্কে আপত্তিকর টুইটের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করতে পুলিশকে নির্দেশ দিল আদালত।
কঙ্গনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করা হয়, অভিনেত্রীর কৃষক-বিরোধী টুইটের স্পষ্ট উদ্দেশ্য ছিল, কৃষি বিলের বিরোধীদের অপমান করা। শুধু তাই নয়, দাঙ্গা বাঁধানোর লক্ষ্যে উসকানি দেওয়া, দেশের তরুণ প্রজন্মের মধ্যে হিংসার সংস্কৃতি আমদানি করাও ওই টুইটের উদ্দেশ্য বলে আদালতে দাবি করা হয়। অভিযোগ ওঠে, বলিউড অভিনেত্রীর ওই ট্যুইটের কারণে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত হতে পারে। এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে কোনও পুলিশকর্তা বা সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়নি। অভিযুক্তের বিরুদ্ধে কোনও মামলা দায়েরও হয়নি। এরপরই পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দেন বিচারক।
উল্লেখ্য, সংসদে কৃষিবিল পাশ হওয়ার পরপরই ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছিলেন। সেই টুইটটি শেয়ার করে হিন্দিতে একটি লেখা পোস্ট করেন কঙ্গনা রানাওয়াত। লেখেন, 'প্রধানমন্ত্রীজি কেউ ঘুমিয়ে থাকলে তাকে জাগানো যায় না। কারও বুঝতে সমস্যা হলে বোঝানোর চেষ্টা করা যায়। কিন্তু, ঘুমানোর অভিনয় করলে বা অবুঝ হওয়ার অভিনয় করলে, তাদের আপনি কীভাবে বোঝাবেন? এরা আসলে সেইসব সন্ত্রাসবাদী, যারা CAA-র কারণে একজনেরও নাগরিকত্ব না যাওয়া সত্ত্বেও ওই ইস্যুতে রক্তের নদী বইয়ে দিয়েছিল।'
কঙ্গনার এই মন্তব্যের পরই গর্জে ওঠে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশই। এমনকী সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বা বলিউডে নেপোটিজম নিয়ে কঙ্গনার একের এক পোস্টে যে জনসমর্থন পাচ্ছিলেন অভিনেত্রী, তা কৃষকদের নিয়ে টুইটের পরই অনেকটা তলানিতে চলে আসে। পাঞ্জাব কংগ্রেসের পক্ষ থেকে কঙ্গনার কুশপুতুলও পোড়ানো হয়। শুধু তাই নয়, কৃষকরাও চরম ক্ষোভ উগড়ে দেন 'কুইনের' বিরুদ্ধে। এবার আদালতেও ভীষণভাবেই চাপে পড়লেন কঙ্গনা।
সূত্র: এইসময়
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে