বিনোদন ডেস্ক
করোনায় আক্রান্ত নির্মাতা মোস্তফা কামাল রাজ
নির্মাতা মোস্তফা কামাল রাজ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র ও নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জনপ্রিয় এই নির্মাতা।
১০ অক্টোবর, শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমার কোভিড-১৯ পজিটিভ। সবাই আমার জন্য দোয়া করবেন।’
রাজ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ। সবশেষে করোনা পরীক্ষা করালে তা পজিটিভ আসে।
উল্লেখ্য, গত সপ্তাহে মোস্তফা কামাল রাজ তাহসান খান ও তানজিন তিশাকে নিয়ে শুটিং শুরু করেন ‘মানি মেশিন’নামে একটি ওয়েব সিরিজের। হঠাৎ করে তিশা শুটিং থেকে বিরতি নিয়ে জানান তিনি তিনি করোনা আক্রান্ত। এরপর তাহসানও করোনায় আক্রান্ত হন। আজ রাজ জানালেন তিনিও করোনায় আক্রান্ত।
টেলিভিশনে বর্তমানে প্রচারিত হচ্ছে তার নির্মিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। নাটকটি ইতিমধ্যেই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। নাটক নির্মাণের পাশাপাশি রাজ চলচ্চিত্রও নির্মাণ করেন। তার নির্মিত চলচ্চিত্রগুলো হচ্ছে, ‘প্রজাপতি’, ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’ ও ‘যদি একদিন’।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে