বিনোদন ডেস্ক
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি
সৌমিত্র চট্টোপাধ্যায়
করোনা আক্রান্ত ভারতের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় নতুন চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন, তিনি আশঙ্কামুক্ত-এটা এখনই বলা যাচ্ছে না। শনিবার অভিনেতার শরীরে কনভালসেন্ট প্লাজমা প্রয়োগ করা হয়েছে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, শনিবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিটিস্ক্যান করা হয়। তবে তার বুকে তেমন কিছু পাওয়া যায়নি। এছাড়া সৌমিত্রের অস্থিরতা এখন চিকিৎসকদের মাথাব্যথার কারণ।
চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় ‘করোনা এনসেফ্যালোপ্যাথি’। এতে রোগী অসম্ভব উত্তেজিত হয়ে পড়েন।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্রুত মস্তিষ্কের এমআরআই করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু উত্তেজিত থাকার কারণে তা সম্ভব হচ্ছে না। দিনে ১০ লিটার অক্সিজেন লাগছে তার।
ক্যান্সারজয়ী ৮৬ বছরের অভিনেতার আরও নানা শারীরিক জটিলতা রয়েছে। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে গত মঙ্গলবার বেলভিউ হাসপাতালে ভর্তি হন তিনি।
অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাকে বিশেষ কেবিন থেকে স্থানান্তরিত করা হয় আইটিইউতে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সেখানেই চিকিৎসা চলছে। শনিবার সামান্য হলেও উন্নতি হয়েছে তার শারীরিক অবস্থার।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে