বিনোদন ডেস্ক
“বাবুইকে ছাড়া চলে গেল দুই বছর”
পরিবারের সঙ্গে কিংবদন্তি গায়ক ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু
কিংবদন্তি ব্যান্ড গায়ক ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর মৃত্যুর দুই বছর পূর্ণ হবে রোববার। দিনটি সামনে রাখে তাকে স্মরণ করছেন দুই সন্তান ফাইরুজ সাফরা আইয়ুব ও আহনাফ তাজওয়ার আইয়ুব।
আইয়ুব বাচ্চুর প্রতিষ্ঠিত ব্যান্ড এলআরবি’র ভেরিফায়েড ফেইসবুকে শুক্রবার তারা একটি পোস্ট দেন।
ফাইরুজ ও আহনাফ জানান, বাচ্চুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার কিছু আয়োজন রেখেছে।
তারা লেখেন,
“বাবুইকে ছাড়া চলে গেল দুই বছর।
আরও ক’বছর এভাবে যাবে জানি না।
আমাদের মতো আপনাদেরও (ভক্তদের) অনেক কষ্টের এই ১৮ অক্টোবর। আমার বাবুইয়ের জন্য সবাই মন থেকে দোয়া করবেন।
তার ভক্তদের অনেকেরই জানার আগ্রহ আমরা পারিবারিকভাবে কী করছি ঐ দিন তাই এই কথাগুলো লেখা। আমরা আমার বাবুইয়ের জন্য তার জন্মদিনে ও গত বছর চলে যাওয়ার এই দিনে যতটুকু করলে আল্লাহ্ খুশি হন ততটুকুই করেছি এবং করে যাবো ইনশাআল্লাহ। শুরুতেই বলে নেই, আমরা ঘোষণা দিয়ে কখনোই কিছু করিনি, ঘোষণা দিয়ে করিনি কারণ আমরা আমার বাবুইয়ের কাছ থেকেই একটা জিনিস খুব ভালো করে শিখেছি যে,
‘তোমার ডান হাত দান করলে তোমার বাম হাত তা জানবে না। নিঃশব্দে কাজ করবা’ আল্লাহ্ পাকও তা পছন্দ করেন। গত বছর আমরা চিটাগংয়ে করেছি তার পছন্দের জায়গাগুলোতে। মাজারগুলোতে। এইবার পেনডেমিকের জন্য সবকিছু একটু থমকে গেছে। গতবারের মতো এইবারও আমাদের দুই ভাইবোনের দেশে যাওয়ার কথা ছিল, কিন্তু পেনডেমিকের কারণে যেহেতু দেশের বাইরে আছি, আসা আর সম্ভব হলো না। তাই আমরা পারিবারিকভাবে আমার বাবুইয়ের পছন্দের জায়গাগুলোতেই যেখানে উনি আগেও দিতেন সেই সব জায়গাতেই দোয়া খায়ের করছি। যেমন; আমাদের বাসার পাশে মসজিদে পুরো মাস জুড়ে কোরআন খতম, পারিবারিকভাবে খতম আর এতিমখানায় খাওয়ানো যেটা বাবুই নিজেই আমাদের সব সময় করার জন্য শিখিয়েছে। এ ছাড়া বাবুইয়ের পছন্দের কয়েকটা এতিমখানায় কিছু জিনিস দিচ্ছি তার নামে। আল্লাহ পাক যেন আমাদের এই দান ও ইবাদত কবুল করে নেন। তার ভক্তদের কাছেও অনুরোধ থাকবে যারা তাকে অন্তরের গভীর থেকে ভালোবাসেন তারা অন্তত ঐ দিন তার জন্য দুই রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন।
আল্লাহ্ পাক যেন তার জীবদ্দশায় যেই সব ভালো কাজ করেছেন, যেই সমস্ত দান নীরবে করেছেন যা কেউ শুধু আমরা ছাড়া জানতেও পারে নাই তার অছিলায় আমার বাবুইকে যেন জান্নাত নসিব করেন। আর আমাদের জন্য দোয়া করবেন যেনে আমরা দুই ভাই-বোন আর আমাদের কাছের কয়েকজন মিলে যত দিন বেঁচে থাকবো তত দিন তার জন্য এভাবেই যেন নিঃশব্দে করে যেতে পারি। তার সব সৃষ্টিকে যেন আমরা রক্ষা করতে পারি। তার জন্য যা যা করার ও যতটুকু করার তা আমরা করেই যাবো আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমাদের আশা আপনারাও আমাদের এই পথ চলায় সাথে থাকবেন আর বাবুইকে আগের থেকেও বেশি ভালোবাসবেন আর তার জন্য অনেক দোয়া করবেন শুধু এটাই আমাদের কামনা।
পরিবার এর পক্ষ থেকে ফাইরুজ সাফরা আইয়ুব, আহনাফ তাজওয়ার আইয়ুব।”
২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে মারা যান আইয়ুব বাচ্চু।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে