বিনোদন ডেস্ক
মিউজিক থেরাপি দেয়া হচ্ছে সৌমিত্রকে
সৌমিত্র চট্টোপাধ্যায়
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আগের থেকে অনেকটা ভালো আছেন। হাসপাতালের সূত্রে জানা গেছে, তিনি চিকিত্সায় খুব ভালো সাড়া দিচ্ছেন। মিউজিক থেরাপিও দেওয়া হচ্ছে ৮৫ বছরের অভিনেতাকে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ১৬ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম কর শুক্রবার সকালে মেডিকেল বুলেটিনে অভিনেতার সর্বশেষ খবর দিয়েছেন। জানান, আগের থেকে অনেকটা ভালো আছেন সৌমিত্র।
স্বস্তির খবর হলো, তার করোনা নেগেটিভ এসেছে। সেই কারণে তাকে কভিড আইসিউ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। গত ৪০ ঘণ্টায় আর জ্বর আসেনি। লিভার, কিডনি, হার্ট সব স্বাভাবিক অবস্থায় রয়েছে। অক্সিজেনের স্যাচুরেশন ৯৬ শতাংশের বেশি রয়েছে। মাত্র ৪০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে বর্তমানে। সৌমিত্রর সোডিয়াম ও পটাসিয়ামের মাত্রাও স্বাভাবিক হয়েছে।
এ ছাড়া ডাক্তার জানিয়েছেন, কিছু বলা হলে বুঝতে পারছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সামান্য কথাও বলতে পারছেন। রাতে তার ভালো ঘুম হয়েছে। প্রয়োজনীয় সব রকমের চিকিত্সা দেওয়া হচ্ছে। শুরু করা হয়েছে মিউজিক থেরাপিও। অভিনেতা যে ধরনের গান পছন্দ করেন, যেমন রবীন্দ্রসংগীত ও তার ফিল্মের গান, সেগুলো শোনানো হচ্ছে তাকে। তাতেও তিনি ভালোই সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ২-৩ দিনে তার শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হবে বলে আশা করছেন চিকিত্সকেরা।
বুধবারই সত্যজিতের ফেলুদার জন্য দুটি নতুন চিকিৎসা শুরু করেছেন চিকিৎসকেরা। কভিড সম্পর্কিত এনসেফালোপ্যাথির জেরেই হাসপাতালের সোফায় বসে বই পড়ার পরের দিনই আচমকা অচৈতন্য হয়ে পড়েছিলেন সৌমিত্র। এই অবস্থায় তার মস্তিষ্কের প্রদাহ কমাতে থাইমোসিন ব্যবহার করা শুরু করেছেন চিকিৎসকেরা। পাশাপাশি, শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করে তুলতে ও শ্বেত রক্তকোষ বাড়াতে ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশনও দেওয়া হচ্ছে।
ক্যানসারের পাশাপাশি প্রেশার-সুগার-সিওপিডির মতো কো-মর্বিডিটির কারণে সত্যজিতের অপুকে নিয়ে চিন্তা রয়েছে। তবে আশার কথা, প্রোস্টেট ক্যানসারের সূচক যে পিএসএ (প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন), সংক্রমণের কারণে রক্তে তার মাত্রা মাঝে বেড়ে গেলেও এখন ফের তা কমে আসছে দ্রুত গতিতে। প্রদাহের অন্যতম দুই সূচক ইন্টারলিউকিন ও ফেরিটিনের মাত্রাও নিম্নগামী। তাই সৌমিত্রের চিকিৎসায় সেইমতো স্টেরয়েডের মাত্রাও কমিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে