বিনোদন ডেস্ক
আপডেট: ১০:০১, ২৪ অক্টোবর ২০২০
মৃত্যুর পর আমার সব সৃষ্টিকর্ম যেন ধ্বংস করা হয়: কবীর সুমন
কবীর সুমন
উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী কবীর সুমন তার গান দিয়ে জয় করেছেন কোটি মানুষের মন। এই কিংবদন্তির বয়স যত বাড়ছে ততই বাড়ছে তার মৃত্যুচিন্তা। মৃত্যুর পর তার সৃষ্টিকর্ম ও সম্পদের ফয়সালা কি হবে? সে বিষয়ে নিজেই দিক নির্দেশনা দিয়ে গেলেন কবীর সুমন।
শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে কবীর সুমন তার সব সৃষ্টিকর্ম ধ্বংস করে দেয়ার আহ্বান জানান। দীর্ঘ স্ট্যাটাসের সঙ্গে হাতে লেখা একটি নির্দেশিকার ছবিও পাবলিশড করেছেন সুমন।
তিনি বলেন, খুব জরুরি বিষয়। আবেগহীনভাবে সকলকে জানিয়ে রাখছি, কারণ হঠাৎ কিছু ঘটে গেলে কঠিন সমস্যা দেখা দেয়। প্রায় অনুরূপ একটা সমস্যা দেখা দিয়েছিল ২০১২ সালে আমি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর। খোলাখুলি সকলকে জানিয়ে রাখছি। অনুগ্রহ করে মতামত দেবেন না। ভালো মন্দ কিছু লিখবেন না। এটা এক প্রবীণ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। অনেক অভিজ্ঞতার পর, অনেক ভেবেচিন্তে লিখছি।’
কবীর সুমন হাতে লেখা প্রতিলিপিতে লেখেন, আমার কোনো অসুখ করলে আমায় হাসপাতালে ভর্তি হতে হলে বা আমি মারা গেলে আমার সবকিছুর, প্রতিটি বিষয় এবং ক্ষেত্রে দায়িত্ব গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার একমাত্র মৃণ্ময়ী তোকদারের। অন্য কারোর কোনো অধিকার থাকবে না এইসব বিষয় ও ক্ষেত্রে।
নিজের মৃতদেহ চিকিৎসা বিজ্ঞানের কাজে দান করার কথা জানিয়ে কবীর সুমন বলেন, আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসা বিজ্ঞানের কাজে। কোনো স্মরসভা, শোকসভা, প্রার্থনা সভা যেন না হয়।
গানের এই কিংবদন্তি নিজের সব সৃষ্টিকর্মও ধ্বংস করে দেয়ার জন্য অনুরোধ করেন। সুমন বলেন, আমার সমস্ত পাণ্ডুলিপি, গান, রচনা, স্বরলিপি, রেকর্ডিং, হার্ডডিস্ক, পেনড্রাইভ, লেখার খাতা, প্রিন্ট আউট যেন কলকাতার পৌরসভার গাড়ি ডেকে তাদের হাতে তুলে দেয়া হয় সেগুলো ধ্বংস করার জন্য। হাতে লেখা সবকিছু, অডিও ও ভিডিও ফাইল-সব।
তিনি আরো বলেন, আমার মৃত্যুর পর আমার কোনোকিছু যেন পড়ে না থাকে। আমার ব্যবহার করা সব যন্ত্র, বাজনা, সরঞ্জাম যেন ধ্বংস করা হয়। এর অন্যথা হবে আমার অপমান।
কবীর সুমনের পোস্টের নিচে মৃণ্ময়ী তোকদার মন্তব্য করেছেন, আমি সাধ্যাতীত চেষ্টা করবো আমার দায়িত্ব পালনের। জবাবে কবীর সুমন লিখেছেন, আমি জানি তুমি করবে।
কবীর সুমনের এমন ঘোষণায় হতাশ হয়েছেন ভক্তরা। অনেকেই মন্তব্য করেছেন সব সরঞ্জাম ধ্বংস করা গেলেও আপনার গান ধ্বংস করা যাবে না। কারণ সেগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে