বিনোদন ডেস্ক
দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরছে ‘ইত্যাদি’
ফাইল ছবি
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বাংলাদেশ টেলিভিশনে কয়েক যুগ ধরে এই অনুষ্ঠানটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। করোনাভাইরাসের জন্য দীর্ঘদিন হয়নি অনুষ্ঠানটি। এর উপস্থাপক স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত জানালেন, দীর্ঘ বিরতি কাটিয়ে প্রচার হতে যাচ্ছে ‘ইত্যাদি’।
ফাগুন অডিও ভিশন নির্মিত ‘ইত্যাদি’ আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশনে রাত ৮ টার বাংলা সংবাদের পর প্রচার হবে।
সোশ্যাল মিডিয়া পোস্টে হানিফ সংকেত জানান, দীর্ঘ বিরতি কাটিয়ে প্রচার হতে যাচ্ছে ‘ইত্যাদি’র ব্র্যান্ড নিউ এপিসোড। এবারের পর্বে থাকবে নিয়মিত সব পরিবেশনাগুলো। থাকবে বেশ কিছু নাচ ও গানও। স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের উপস্থিতিতে ধারণ করা হয়েছে এবারের পর্ব।
‘ইত্যাদি’ অনুষ্ঠানটি এখন দেশের বিভিন্ন জেলায় এবং ঐতিহাসিক স্থানসমূহে ধারণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানটি এবার চিত্রায়িত হয়েছে শিক্ষা নগরী রাজশাহীর সারদার ঐতিহ্যপূর্ণ বাংলাদেশ পুলিশ একাডেমিতে।
অনুষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী ‘ইত্যাদি’ যে জেলায় অনুষ্ঠিত হয় তার ইতিহাস ঐতিহ্য নিয়ে একটি গান পরিবেশিত হয়ে থাকে।
বরাবরের মতো বিটিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানটির গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় থাকছেন হানিফ সংকেত।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে