বিনোদন ডেস্ক
চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়
সৌমিত্র চট্টোপাধ্যায়
চিকিৎসায় সাড়া দিচ্ছেন না কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত ৭২ ঘণ্টায় তার আচ্ছন্ন ভাব কাটেনি। অভিনেতার চিকিৎসক দলের নেতৃত্বের দায়িত্বে থাকা অরিন্দম কর এক ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গত ৭২ ঘণ্টায় তার আচ্ছন্ন অবস্থা বেড়েছে।’
তিনি আরও জানিয়েছেন, রিপোর্টে স্পষ্ট তার কোভিড এনসেফালোপ্যাথি ক্রমশ বাড়ছে। স্টেরয়েড প্রয়োগ ও অন্যান্য প্রচেষ্টাতেও এই মুহূর্তে চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছেন না সৌমিত্র। তার ফুসফুস ও রক্তচাপ ঠিক থাকলেও প্লেটলেট কমে গিয়েছে। রক্তে বেড়েছে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সেরাটা দিচ্ছি। কিন্তু অনেক সময় এই বয়সে এমন অসুখে আক্রান্তদের ক্ষেত্রে সেটাও যথেষ্ট হয় না।’ প্লেটলেটের সংখ্যা ঠিক কী কারণে নিচের দিকে নেমে যাচ্ছে তা বোঝার চেষ্টা করছেন চিকিৎসকেরা। অভিনেতার চিকিৎসায় বড়সড় পরিবর্তন আনার পক্ষপাতী তারা।
চলতি সপ্তাহের শুরুতেই তার শরীর বেশ খানিকটা বিপদ কাটিয়ে উঠেছিল। তবে শুক্রবার থেকে স্নায়ুর সমস্যা খানিকটা বাড়ে। আগেই জানা গিয়েছিল, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চলেছেন বেলভিউয়ের চিকিৎসকেরা। ভিডিও কলিংয়ের মাধ্যমেই পরামর্শ নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর থেকে বেলভিউয়ে ভর্তি রয়েছেন এই কিংবদন্তি অভিনেতা। ৯ অক্টোবর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইটিইউতে নিয়ে যাওয়া হয়। ১৪ অক্টোবর তার করোনার টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার পরে তাকে নন-কোভিড আইটিইউতে স্থানান্তরিত করা হয়। দিন কয়েকের মধ্যে করোনাকে কাবু করতে পারলেও সংক্রমণের কারণে মস্তিষ্কে কিছু সমস্যা দেখা দিয়েছিল। যা এখনো সারেনি।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে