বিনোদন ডেস্ক
আপডেট: ২২:১২, ২৬ অক্টোবর ২০২০
নওয়াজউদ্দিনকে গ্রেফতারে হাইকোর্টের স্থগিতাদেশ
নওয়াজউদ্দিন সিদ্দিকী
প্রাক্তন স্ত্রীর দায়ের করা মামলায় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে গ্রেপ্তারে স্থগিতাদেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আপাতত গ্রেপ্তার করা যাবে না নওয়াজকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ২০১২ সালে একটি ঘটনার প্রেক্ষিতে প্রাক্তন স্ত্রী আলিয়া পুলিশের কাছে এফআইআর দায়ের করেন নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে।
আলিয়ার আইনজীবী নাদিম জাফর জাইদি জানান, নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেন আলিয়া। তবে মা ও দুইভাইসহ নওয়াজকে গ্রেপ্তারে স্থগিতাদেশ দিয়েছে আদালত।
গত শারীরিক হেনস্তা ও পরিবারেরই এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ এনে এ মামলা করেন আলিয়া। গত ১৪ অক্টোবর আদালতে গিয়ে তিনি নিজের জবানবন্দি দিয়েও এসেছিলেন।
প্রসঙ্গত, ২০০৯ সালে আলিয়ার সঙ্গে বিয়ে হয় নওয়াজের। তাদের দুইটি সন্তান রয়েছে। তবে ২০১৭ সালে তাদের সম্পর্কে চিড় ধরেছে বলে জানা যায়।
নওয়াজের বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ আনেন তিনি। বিবাহ বিচ্ছেদের কারণ সম্পর্কে আলিয়া জানান, ‘শুধু একটি নয় নওয়াজের সঙ্গে আমার সম্পর্কের অবনতির পেছনে একাধিক গুরুতর কারণ রয়েছে। বিয়ের এক বছরের মধ্যে ২০১০ সাল থেকেই আমাদের মধ্যে সমস্যা দেখা দেয়। এত দিন পর্যন্ত তবু সব সামলেছিলাম, কিন্তু এখন সবকিছু সীমা ছাড়িয়ে হাতের বাইরে চলে গিয়েছে।’
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে