বিনোদন ডেস্ক
করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা
অপরাজিতা আঢ্য
কলকাতার অপরাজিতা আঢ্য বাংলাদেশেও বেশ পরিচিত। শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ‘নবাব’ ছবিতে মন্ত্রীর চরিত্রে দেখা যায় তাকে। সেই অভিনেত্রীর শরীরে থাবা বসালো কভিড-১৯।
কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন অপরাজিতা, ছড়িয়েছে তার পরিবারেও। শাশুড়িসহ একাধিক পরিজন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
অপরাজিতা বলেন, “আমি এখন ঠিক আছি। বেশ কিছু দিন আগে আমার হিমোগ্লোবিন আচমকা কমে যায়। জ্বর আসেনি কোনো দিন। প্রথমে বুঝতেই পারিনি। পরে বুঝি করোনা হয়েছে। তবে অনেক দিন হয়ে গেল তো। এখন ভালো আছি। শাশুড়িও অনেকটাই সামলে উঠেছেন। বাড়ির সবাই ঠিক আছেন।”
আপাতত বাড়িতেই স্বেচ্ছাবন্দী অপরাজিতা ও অন্য আক্রান্তেরা। ৩ নভেম্বর পর্যন্ত বন্ধ রেখেছেন শুটিং।
অবশ্য আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, করোনা থেকে দূরে থাকতে শুটিংয়ে আসতে রাজি হচ্ছিলেন না। কিন্তু দীর্ঘদিন বাড়িতে বসে থাকলে জীবন, কাজের গতি স্তব্ধ হয়ে যাবে! তাই স্বামীর সঙ্গে আলোচনা করেই শুটে ফেরেন তিনি।
এর আগে কলকাতার একাধিক তারকা করোনায় আক্রান্ত হন। এর মধ্যে রয়েছে কোয়েল মল্লিকের পরিবার ও রাজ চক্রবর্তী।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে