বিনোদন ডেস্ক
মেহেদি অনুষ্ঠানের ছবি প্রকাশ করলেন কাজল
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
নিজের জন্মদিনের দিনই বিয়ের ঘোষণা দেন অভিনেত্রী কাজল। ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে চার হাত এক করতে চলছেন ৩৫ বছরের অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ইনস্টাগ্রামেই জানিয়েছিলেন তিনি।
কয়েক মাস ধরেই তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। শেষমেশ ৩০ অক্টোবর মুম্বাইয়ে সেরে ফেলতে চলেছেন বহু প্রতীক্ষিত শুভ অনুষ্ঠানটি।
বৃহস্পতিবার সকালেই মেহেদি অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন সিংঘম অভিনেত্রী। ব্যবসায়ী পাত্র গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে ঘোরার আগেই মেহেদি অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেছেন তিনি।
ফ্লোরাল প্রিন্টের ট্র্যাডিশনাল আউটফিটই মেহেদি অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন তিনি। সঙ্গে মানানসই কানের দুল ও বিনুনির স্টাইলে চুল বেঁধেছেন।
গত মাসেই গৌতম-কাজল জুটির বাগদান অনুষ্ঠিত হয়েছিল। ব্যক্তিগত জীবন বরাবরই গোপন রাখতেন কাজল। তবে বাগদানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিচলুর সঙ্গে ছবি শেয়ার করা শুরু করেন।
শুক্রবার বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে জমকালো আয়োজন শুরু হয়ে গেছে কাজলের পরিবারে। বিয়েতে সংবাদমাধ্যমের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। শুধু নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হবে কাজল-কিচলুর।
এদিকে বৃহস্পতিবার গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন দক্ষিণী নায়িকা। ইনস্টগ্রামে মেহেদি রাঙা হাতের ছবি দিয়েছেন তিনি। হাস্যমুখ কাজলের গায়ে দেখা গেছে হালকা সবুজ ব্লক প্রিন্টের কুর্তি এবং দোপাট্টা।
প্রসঙ্গত, ২০০৪ সালে ইন্ডাস্ট্রিতে আগমন কাজলের। তামিল-তেলেগুর পাশপাশি তিনি বলিউডেও অভিনয় করেছেন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে