বিনোদন ডেস্ক
চলচ্চিত্র প্রযোজক নাসিরউদ্দিন দিলু আর নেই
চলচ্চিত্র প্রযোজক নাসিরউদ্দিন দিলু
ঢাকাই সিনেমার জনপ্রিয় প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু আর নেই। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ওমর সানী।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই হার্টসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন নাসিরউদ্দিন দিলু। গেল দুদিন আগে তার শরীর অনেক খারাপ হয়। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
ওমর সানি বলেন, ‘খুবই ভালো মানুষ ছিলেন দিলু ভাই। সজ্জন ব্যক্তি। সবসময়ই মুখে হাসি লেগে থাকতো। ১৫-২০টির মতো সিনেমা তিনি প্রযোজনা করেছেন। সেইসব সিনেমা ছিলো সফল ও প্রশংসিত। কোনো অহংকার ছিলো না। মানুষের সঙ্গে মন খুলে মিশতেন, আড্ডা মারতেন। একজন শিক্ষিত, মার্জিত রুচিশীল গুণী মানুষ ছিলেন দিলু ভাই। সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে তিনি আমাদের সিনেমার মানুষদের গৌরব বাড়িয়েছেন।
তার মৃত্যু আমাদের জন্য অনেক ক্ষতির। আমাদের একজন অভিভাবক চলে যাওয়ার মতোই বেদনার। এ কথা ইন্ডাস্ট্রির সবাই জানেন যে দিলু ভাই আমাকে ও মৌসুমীকে সন্তানের মতো স্নেহ করতেন। তার মৃত্যুর খবরটি তাই আমার পরিবারে শোক নামিয়ে দিলো। আল্লাহ দিলু ভাইকে জান্নাতবাসী করবেন সেই দোয়া করছি।’
নাসিরউদ্দিন দিলু প্রায় ১৫টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তবে সংগঠক হিসেবে তার ভূমিকা ছিলো আরও উজ্জ্বল।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন।
কাজ করেছেন সেন্সর বোর্ডের সদস্য হিসেবে। চলচ্চিত্রের চলমান দুঃসময়েও পেছন থেকে নিরলসভাবে কাজ করছেন এই প্রযোজক নেতা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট নানা সংগঠনের নির্বাচনে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে