বিনোদন ডেস্ক
টুইটে বিরক্ত হলে, আনফলো করে দিন: কঙ্গনা
ফাইল ছবি
সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করা কঙ্গনা রানাউতের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। মন্তব্য করতে দেশ-বিদেশের কাউকেই ছাড়েন না তিনি। মূলত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই কুইন।
চলতি বছরের আগস্ট মাসে প্রথম নিজে সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলা শুরু করেন কঙ্গনা। এর আগে টুইটারে টিম কঙ্গনা রানাউতের অফিসিয়াল আইডি থাকলেও, অভিনেত্রী নিজে তা সামাল দিতেন না। সুশান্তের মৃত্যুর পর যখন বিতর্ক তুঙ্গে, সেই সময় নিজে হাজির হন টুইটারে। তারপর থেকেই ক্রমাগত একের পর এক টুইট করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে কার্যত বিতর্ক জুড়ে দেন বলিউড কুইন।
টুইটারে সরাসরি যুক্ত হওয়ার পর থেকেই একের পর এক টুইট করতে শুরু করেন কঙ্গনা। কখনো মহারাষ্ট্রের শিবসেনা সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি, আবার কখনো বলিউডের একাংশের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। কখনো বলিউড মাফিয়া বলে তারকা এবং পরিচালক, প্রযোজকদের একাংশকে আক্রমণ করেন তিনি। ফলে কঙ্গনা প্রশ্নবাণে বিদ্ধ হয়ে, তাকে পালটা আক্রমণ করতেও দেখা যায় রাজনৈতিক মহলের নেতা থেকে শুরু করে সেলেবদের। কঙ্গনার একের পর এক টুইটে যারা বিরক্ত হয়ে যাচ্ছেন, তারা যেন অভিনেত্রীকে ফলো না করেন।
ছবি: সংগৃহীত
কঙ্গনার টুইটে বিরক্ত হলে, তাকে আনফলো করে দিন। তাকে মিউট করে দিন। ভালো না লাগলে কেউ যেন কঙ্গনাকে ফলো না করেন বলেও মন্তব্য করতে দেখা যায় কুইনকে। তার ভক্ত হয়ে ব্যঙ্গকারীদের মতো ব্যবহার যেন না করা হয় বলেও মত প্রকাশ করেন বলিউড কুইন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে