বিনোদন ডেস্ক
প্রথম প্লাজমা দেয়া হলো সৌমিত্রকে
সৌমিত্র চট্টোপাধ্যায়
ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্রথমবারের মতো প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। রক্তচাপ এবং রক্তের অন্যান্য মাত্রাও স্বাভাবিক রয়েছে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেয়নি।
বৃহস্পতিবার কলকাতার বেলভিউ হাসপাতাল সূত্র জানিয়েছে, এই থেরাপি প্রয়োগের পর বাহ্যিকভাবে তার রক্তক্ষরণ হয়নি।
এর আগে বুধবার সৌমিত্রের শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) করা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ তাকে প্লাজমা থেরাপি দেয়া হলো।
প্রাথমিকভাবে প্রবীণ ওই অভিনেতার রক্তচাপ কিছুটা কমে যায়। তবে পরে তা ঠিক হয়ে যায়। এদিন তার জ্বরও ছিল। তার সিটিস্ক্যানও করা হয়েছে। তার রিপোর্ট সন্তোষজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌমিত্রের হৃৎপিণ্ড, ফুসফুস ও যকৃৎ ঠিক রয়েছে। তাকে একদিন পরপর প্লাজমা থেরাপি দেয়া হবে। সেই সঙ্গে একদিন অন্তর হবে ডায়ালাইসিসও। সৌমিত্রের স্নায়ুর সমস্যা কাটাতে পরামর্শ নেয়া হচ্ছে নিউরোলজি বোর্ডেরও।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে