নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৩৭, ১৫ নভেম্বর ২০২০
সৌমিত্রকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
সংগৃহীত
মৃত্যুর কাছে হার মানলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়ের হাত ধরে চলচ্চিত্রে নেমেছিলেন তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক অসাধারণ ছবি উপহার দিয়েছেন কোটি কোটি বাঙালিদের। তার প্রত্যেকটি চরিত্র দাগ কেটে আছে দর্শকদের মনে। তাইতো তাকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছিল।
রোববার(১৫ নভেম্বর) বেলা সোয়া ১২ টার দিকে কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার এই বর্ষীয়ান অভিনেতা। বেলভিউ হাসপাতাল থেকে প্রথমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গল্ফগ্রিনের বাড়িতে। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় টলিপাড়ার টেকনিশিয়ান স্টুডিওতে। শ্রদ্ধা জানান স্টুডিও পাড়ার অভিনেতা-অভিনেত্রী, টেকনিশিয়ানরা।
বেলা সাড়ে ৩টার দিকে দেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে সাড়ে ৫টা পর্যন্ত রাখা হয় অভিনেতার মরদেহ। সেখানে তাকে শ্রদ্ধা জানান বিশিষ্টরা।
অভিনেতা, অভিনেত্রী, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্তারা ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায়ের অন্তিম যাত্রায় যোগ দিয়েছিলেন তার অসংখ্য অনুরাগী। পদযাত্রার প্রতিটি পদে রবীন্দ্রসংগীত ও কবিতায় তাকে শ্রদ্ধা জানানো হয়। কখনও বাজানো হয় ‘আগুনের পরশমণি’ গান, কখনও তার লেখা কবিতা পাঠ করলেন কৌশিক সেনের মতো অভিনেতা।
সেখান থেকে তার শেষ যাত্রা শুরু হয় কেওড়াতলা শ্মশান ঘাটের উদ্দেশ্য। সেখানে শ্রদ্ধা জানান প্রত্যেকে। তারপর দেওয়া হয় গান স্যালুট। পূর্ণ মর্যাদায় সম্পন্ন হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্য।
এই গুণী শিল্পীর গত ৫ অক্টোবর করোনা শনাক্ত হয়। শনাক্তের পরের দিনই তাকে ভর্তি করা হয় কলকাতার বেলভিউ হাসপাতালে। সেখানে ৪০ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর আজ হার মানলেন জীবনের কাছে কিংবদন্তি এই শিল্পী।
এ হার মানা নয়। বরং নতুন জীবনের কাছে ফেরা। নতুন কোনো পৃথিবীতে। বাংলা সিনেমার মহাতারকা, অভিনেতা-নাট্যকার-বাচিকশিল্পী-কবি-চিত্রকর সৌমিত্র সেখানে যেন ভালো থাকেন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে