বিনোদন ডেস্ক
আজিজুল হাকিমের শারীরিক অবস্থার উন্নতি
আজিজুল হাকিম
করোনায় আক্রান্ত আজিজুল হাকিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যার ফলে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। জনপ্রিয় এই অভিনেতা রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম জানিয়েছেন, চিকিৎসকদের সিদ্ধান্তে অভিনেতার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে।
জিনাত হাকিম তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে আজিজুল হাকিমের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান।
তিনি লিখেন, ‘১৫ নভেম্বর সন্ধ্যায় মহান আল্লাহর অশেষ কৃপায় আজিজুল হাকিমের লাইফ সাপোর্ট খোলা হয়ছে। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজিজুল হাকিম এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ডা. মহিউদ্দীন আহমেদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার মাধ্যমে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাসপাতাল থেকে চিকিৎসকরা যা বলবেন, তা আপনাদের জানাব।’
সবার প্রতি অনুরোধ জানিয়ে জিনাত হাকিম আরো লিখেন- ‘চিকিৎসার বিভিন্ন ধাপ অতিক্রমের পথে আজিজুল হাকিম। সবাই নিশ্চিত হতে চাচ্ছেন তার সুস্থতার বিষয়ে। আসলে যে কোনো জটিলতার সমাধান সময়, চিকিৎসা, সর্বোপরি মহান আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। আত্মীয়-বন্ধু-স্বজন-শুভাকঙ্খী যারা খোঁজ নিচ্ছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। অনুগ্রহ করে কেউ অনুমান নির্ভর বা আনঅফিসিয়াল তথ্য শেয়ার করবেন না। ফোন রিসিভ করার শক্তি নেই তাই মনে কষ্ট নেবেন না। আপনারা নামাজ, প্রার্থনায় তার জন্য দোয়া অব্যহত রাখুন। মহান আল্লাহ আমার ও আমাদের পরিবারের কঠিন পরীক্ষায় ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন।’
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে