বিনোদন ডেস্ক
জায়েদ খানের বিরুদ্ধে প্রযোজক সমিতির অভিযোগ মিথ্যা
জায়েদ খান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা জায়েদ খানের বিরুদ্ধে প্রযোজক ও পরিবেশক সমিতিসহ চলচ্চিত্রের বেশ কিছু সমিতির আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এরই সাথে বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির বর্তমান কমিটি ভেঙে দেয়া হয়েছে ।
সেই সঙ্গে জায়েদ খানের সদস্য পদ স্থগিত করার বিষয়টি অবৈধ ঘোষণা দিয়ে তাকে সাধারণ সদস্য হিসেবে তার স্বাভাবিক কার্যক্রম চালানোতে যেন বাধা না দেওয়া হয় সে নির্দেশনা দেয়া হয়েছে।
১৬ নভেম্বর সোমবার প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, প্রযোজকদের স্বার্থ বিরোধী কাজের অভিযোগ এনে প্রযোজক ও পরিবেশক সমিতিসহ চলচ্চিত্রের বেশ কিছু সমিতির নেতারা সংবাদ সম্মেলন করে প্রযোজক সমিতি থেকে জায়েদ খানের সদস্য পদ স্থগিত ও বয়কট ঘোষণা করে।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপ-সচিবকে অভিযোগের বিষয়সমূহ তদন্ত করে প্রতিবেদন প্রেরণের দায়িত্ব প্রদান করা হয়।
তদন্ত শেষে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক-প্রযোজক-নায়ক জায়েদ খানের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়।
বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনের অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় বর্তমান কমিটি ভেঙে দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে