বিনোদন ডেস্ক
গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া গেলেন তাসকিন
নীল দুটি চোখের এই অভিনেতা প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন
গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া গেছেন এ সময়ের আলোচিত নীল চোখের অভিনেতা তাসকিন রহমান।
তার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা তৈরি হয়েছে। এই সমস্যাটির চিকিৎসা অনেক স্পর্শকাতর। তাই উন্নত চিকিৎসার জন্য গত রবিবার অস্ট্রেলিয়ায় গেছেন। ভক্ত অনুরাগীদের কাছে আশির্বাদ কামনা করেছেন নীল চোখা এই তরুণ অভিনেতা।
অসুস্থতার দরুণ গত ১ মাস ধরেই শুটিং বন্ধ রেখে বিশ্রামে ছিলেন তাসকিন। কিন্তু এই সময়ের মধ্যে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে তার। বিশ্রামে থাকা অবস্থায় হঠাৎ করে তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, সঙ্গে সমস্যা দেখা দেয় চোখে। নানা পরীক্ষার পর তিনি জানতে পারেন তার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা দেখা দিয়েছে।
এর আগে অক্টোবরে চিকিৎসার জন্য ভারতের হায়দরাবাদে গিয়েছিলেন তাসকিন। সেখানের চিকিৎসক তাকে মাসখানেক বিশ্রাম থাকার পরামর্শ দেন।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মধ্য দিয়ে রুপালী পর্দায় অভিষেক ঘটে তাসকিন রহমানের। এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কারেন তাসকিন। বিশেষ তার নীল চোখ জোড়া বিশেষ আকর্ষণ বাড়ায় দর্শকদের। পরে ‘বয়ফ্রেন্ড’ ও ‘যদি একদিন’নামে আরও দুটি সিনেমাতেও কাজ করেছেন।
মুক্তির অপেক্ষায় রয়েছে তাসকিন অভিনীত ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘ক্যাসিনো’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ওস্তাদ’ ও ‘গিরগিটি' সিনেমাগুলো।
আইনিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে