বিনোদন ডেস্ক
করোনামুক্ত ফারুক, ফিরেছেন বাসায়
ফারুক
করোনাকে জয় করেছেন ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।
গত ১৫ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন ফারুক। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন করোনার পরীক্ষা করা হয়। সেখানে আবারো তার ফল পজিটিভ আসে।
অবশেষে তৃতীয় দফায় করোনামুক্ত হলেন কিংবদন্তি এই অভিনেতা। হাসপাতাল থেকে বাসায়ও ফিরেছেন তিনি। আজ ৯ দিনের মাথায় তিনি করোনামুক্ত হলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফারুক নিজেই।
তিনি বলেন, পরপর দুবার করোনা টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে। গতকালই রাতে বাসায় ফিরেছি। এখন বেশ ভালো আছি। তবে চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে অভিনেতা ফারুকের মেয়ে তাবাসসুম তুলসির করোনা আক্রান্ত হয়েছেন। তবে হাসপাতাল নয়, বাসায় আইসোলেশনে আছেন তিনি।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে