বিনোদন ডেস্ক
আবারও গান নিয়ে আসছেন চঞ্চল
চঞ্চল চৌধুরী
‘মনপুরা’ ও ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে কোটি দর্শকের মন জয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। শুধু অভিনয় নয়, গানেও তিনি অনেক জনপ্রিয়।
অডিও এবং সিনেমায়, বেশকিছু গান তিনি উপহার দিয়েছেন। তার কণ্ঠে সর্বশেষ ভাইরাল হয়েছে ‘যুবতী রাধে’। লোকগানের জন্য শ্রোতাপ্রিয় গায়ক চঞ্চল এবার নতুন করে গাইলেন দুটি গান।
৬০ দশকের বিখ্যাত ‘তুমি যে আমার কবিতা’ গানে কণ্ঠ দিয়েছেন চঞ্চল। নতুন করে এ গানের সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। এতে চঞ্চলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গানটির মূল শিল্পী মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমিন।
গত ৩০ নভেম্বর রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ড শেষ হয়েছে। ১০ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো মঞ্চে গানটি পরিবেশন করা হবে।
সংগীত পরিচালক জেকে মজলিশ বলেন, ‘ষাটের দশকের বাংলা চলচ্চিত্রের দুুুটি জনপ্রিয় গান ‘তুমি যে আমার কবিতা’ ও ‘তন্দ্রা হারা নয়ন আমার’। দু’টি গানই সাদা কালো যুগের গান। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড উপলক্ষে দুটি গান আমি নতুন করে সংগীতায়োজন করেছি। তার মধ্যে ‘তুমি যে আমার কবিতা’ গানে কণ্ঠ দিয়েছেন চঞ্চল ভাই। তিনি অভিনেতা হলেও ভালো গান করেন সেটা আমরা সবাই জানি।
তাকে নিয়ে গানটি নতুন করে সবার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি শ্রোতারা উপভোগ করবেন।’
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে