বিনোদন ডেস্ক
ব্রেন স্ট্রোকে অভিনেতা রাহুলের শরীরের ডান দিক ক্ষতিগ্রস্ত
অভিনেতা রাহুল রায়
শুটিং করার সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলিউড অভিনেতা রাহুল রায়। জানা গেছে, অভিনেতার শরীরের ডান দিকের কর্মক্ষমতা কমে আসছে।
মুম্বাই নানাবতী হাসপাতাল সূত্রে জানা গেছে, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন অভিনেতা। রাহুল রায়কে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে। তবে অভিনেতার শরীরের ডান দিক ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রেন স্ট্রোকের জেরে।
জানা যাচ্ছে, রাহুল রায় যেভাবে আক্রান্ত হয়েছেন, তার জেরে হয়তো তার কথা বলার ক্ষমতা কিংবা লেখার ক্ষমতা হারিয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে আইসিইউ থেকে বের করে এনে রাহুল রায়ের ফিজিয়োথেরাপি করানো হচ্ছে। পাশাপাশি রাহুল রায়ের ডান হাতের কার্যক্ষমতা আর ফিরবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে খবর।
মঙ্গলবার বিকেলে মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসিইউ থেকে বের করে আনা হয় অভিনেতাকে। রাহুল রায়ের ভাই রোমির সেন ভাই রাহুলের শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান। আগের তুলনায় রাহুল রায় অনেকটাই ভালো আছেন বলে খবর।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে