বিনোদন ডেস্ক
আপডেট: ২০:৫৮, ৩ ডিসেম্বর ২০২০
আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ
ফেরদৌস ওয়াহিদ
আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন কিংবদন্তি গায়ক ফেরদৌস ওয়াহিদ। ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ এ এই সম্মানে ভূষিত করা হবে তাকে।
চ্যানেল আই কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
সেখানে বলা হয়েছে, ফেরদৌস ওয়াহিদ মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে ব্যান্ড সংগীতকে জনপ্রিয় করে তুলেছিলেন। সংগীতে তার অসামান্য অবদানের জন্য তাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।
গত ১ ডিসেম্বর চ্যানেল আইয়ে অনুষ্ঠিত ভার্চুয়ালি ‘ফ্রেশ প্রিমিয়াম টি ৭ম ব্যান্ড ফেস্ট ২০২০’ এর উদ্বোধনী আয়োজনে এই ঘোষণা দেন ইমপ্রেস টেলিফিল্ম, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
এসময় ফেরদৌস ওয়াহিদকে টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে ব্যান্ড ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত করা হলে তিনি এ খবর শুনে জানান, ‘আমি সত্যিই খুব কৃতজ্ঞ চ্যানেল আইয়ের প্রতি। আমাকে এত বড় সম্মাননায় সম্মানিত করার জন্য।
আমি ভেবেছিলাম আসছে বছর থেকে গান ছেড়ে দেবো। কিন্তু, তার আগেই এত বড় পাওয়া আমি কখনো আশা করিনি। গানকে ভালোবেসেই থেকে যেতে চাই।’
এছাড়াও অনুষ্ঠানটিতে মোট ২৩টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করবে চ্যানেল আই। আগামী ১০ ডিসেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে। ১৫তম এ আসরের প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ফাউন্ডেশনের ‘ঐক্য স্টোর ও ঐক্য.কম.বিডি’।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে