বিনোদন ডেস্ক
আপডেট: ১৮:৫২, ৬ ডিসেম্বর ২০২০
কক্সবাজার সৈকতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ
সংগৃহীত
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ২০১৭ সালে ধারণকৃত ইত্যাদির একটি বিশেষ পর্বটি আজ পুনঃপ্রচার করা হবে। রাত দশটার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি বিটিভি ওয়ার্ল্ড-এ একযোগে দেখা যাবে অনুষ্ঠানটি।
কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে অপরূপ সৈকতে কক্সবাজারের ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা হয় মনোমুগ্ধকর এক মঞ্চ। অপূর্ব এ পরিবেশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয়েছিল ইত্যাদি’র এ পর্বটি।
বৈচিত্র্যে ভরপুর ইত্যাদি’র এ পর্বে রয়েছে কিছু মানবিক, অনুসন্ধানী, সচেতনতা ও শিক্ষামূলক প্রতিবেদন।
ইত্যাদি’র এ পর্বে দ্বৈতকণ্ঠে গেয়েছেন কক্সবাজারের সৈকত শিল্পী জাহিদ এবং জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী। ইউকেলিলি বাজিয়েছেন ইমরান। সাগর নিয়ে একটি পুরানো জনপ্রিয় গানের চিত্রায়নে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা তারিন ও মীর সাব্বির।
এছাড়াও রয়েছে চট্টগ্রামের যন্ত্রশিল্পী মিঠুন চক্র ও ইমতিয়াজ আলী জিমির পরিবেশনায় যন্ত্র সংগীতের লীলামুখর খেলা-সাগর সংলাপ। রয়েছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি নাট্যাংশ।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে