বিনোদন ডেস্ক
আপডেট: ১৬:১০, ৯ ডিসেম্বর ২০২০
‘আমি প্রথমে বিশ্বাস করিনি, খবরটি কি আসলেই সত্যি’
পরীমনি
আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’-এ এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন পরীমনি।
তালিকা প্রকাশের পরেই পরীমনির কাছে শুভেচ্ছায় ভরা ফোন আর মেসেজ আসতে শুরু করে। এ প্রসঙ্গে নায়িকা বলেন, হঠাৎ করেই দুপুরের পর থেকে এত ফোন আর মেসেজ আসা শুরু হলো নিজেও বিভ্রান্ত হয়ে গেলাম। তখন আমি ব্যস্ত বিশ্বসুন্দরী সিনেমার প্রমোশন ও অন্যান্য কাজে। কিন্তু হঠাৎই দেখি সবাই ফোন আর মেসেজ দেয়া শুরু করেছেন।
পরীমনি আরো বলেন, ব্যস্ততার কারণে ফোন আর মেসেজে রেসপন্স করছিলাম না। প্রথম অবস্থায় নিজেও বুঝতে পারিনি হুট করে সবার এত ফোন আর মেসেজ কেন? এটা বুঝতে সময় লেগেছে বেশ কিছুক্ষণ। আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি, খবরটি কি আসলেই সত্যি। সত্যিই কি আমি ফোর্বসের সেরা ১০০ ডিজিটাল তারকার তালিকায় জায়গা পেয়েছি..!
তিনি বলেন, যখন দেখলাম যে নিউজটা আসলেই সত্য, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মূলত আমাকে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে ফলো করে তাদের জন্যই আজকের এই স্বীকৃতি। ভাবতেই ভালো লাগছে। ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় আমার নাম আসা খুবই আনন্দের।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে