বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:৪৮, ১০ ডিসেম্বর ২০২০
সমরজিৎ রায়ের সুর ও সঙ্গীতে প্রিয়ার গান
সমরজিৎ রায় ও প্রিয়া দত্ত
বাংলাদেশের জনপ্রিয় ও গুণী সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক সমরজিৎ রায়। তার অসাধারণ সৃষ্টিগুলো দিয়ে দীর্ঘ সময় ধরে তিনি শ্রোতাদের মুগ্ধতায় ভরিয়ে রেখেছেন।
শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক হিসেবে দীর্ঘ ১২ বছর শিক্ষকতা করেছেন দিল্লীর গান্ধর্ব মহাবিদ্যালয়ে এবং সেখানে তৈরি করেছেন সহস্রাধিক ছাত্র ছাত্রী। দেশে ফেরার পরে এখানেও মেধাবী শিক্ষার্থীদের তৈরি করার কাজ করে যাচ্ছেন নিভৃতে।
নবীন মেধাবী শিল্পীদের খুঁজে বের করে তাঁদের প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন গান তৈরি করে সবার সামনে তুলে ধরার যে উদ্যোগ সমরজিৎ রায় কয়েক বছর আগে নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় এবারে তারই শিষ্য প্রিয়া দত্তের জন্য নতুন একটি মৌলিক গান তৈরি করলেন তিনি।
"যে সুখে তুমি" শিরোনামের এই গানটির কথা লিখেছেন বাংলাদেশের গুণী গীতিকবি নবারুণ বিশ্বাস। গানটির সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী সমরজিৎ রায়। নজরুল সঙ্গীতের সুরের প্রতি অনুপ্রাণিত হয়েই এই গানটির সুর করেছেন বলে সমরজিৎ জানান। সেই সঙ্গে গানের কথাগুলোও গীতিকার নবারুণ বিশ্বাস অসাধারণ লিখেছেন বলে জানিয়েছেন সমরজিৎ।
গানটির প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু। মিক্সিং ও মাস্টারিং করেছেন জেকে মজলিশ। গানটির শব্দ ধারণ করেছেন অজয় মজুমদার। ভিডিও দৃশ্য ধারণ এবং ভিডিও সম্পাদনা করেছেন দীপক সরকার ও লিমন বড়ুয়া। আগামী ১১ ডিসেম্বর গানটি প্রকাশিত হবে সমরজিৎ রায় এর ইউটিউব চ্যানেলে (www.youtube.com/c/SamarjitRoyMusic)।
কক্সবাজারে জন্ম নেওয়া মেধাবী শিল্পী প্রিয়া দত্তের প্রথম গুরু হলেন গুণী সঙ্গীত শিক্ষক শ্রী মৃদুল চৌধুরী। প্রিয়া তালিম নিচ্ছেন সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় এর কাছেও। প্রিয়া নিজেও তৈরি করে চলেছেন অসংখ্য ছাত্র ছাত্রী। বাবা মায়ের প্রচণ্ড আগ্রহে ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে আসছেন প্রিয়া।
বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীতের আদলে তৈরি নজরুল সঙ্গীত এবং পুরোনো দিনের গানগুলো প্রিয়ার গলায় দারুণ মানিয়ে যায়। চট্টগ্রাম কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে তিনি স্নাতকোত্তর পাশ করেছেন। কক্সবাজার বেতারের নিয়মিত শিল্পী তিনি। কক্সবাজারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষায়িত প্রতিষ্ঠান "অরুণোদয়" এর সঙ্গীত শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন প্রিয়া দত্ত।
প্রিয়া বলেন,"সমরজিৎ দাদার মতো এমন গুণী শিল্পী এই দেশে খুবই বিরল। অনেকদিনের ইচ্ছে ছিল দাদার সুর ও সঙ্গীতে একটি গান রেকর্ড করার। সেই ইচ্ছে পূর্ণ হলো বলে আমি ভীষণ আনন্দিত। আমাদের মতো নবীন শিল্পীদের জন্য উনি যেভাবে কাজ করে যাচ্ছেন এবং সবসময় সহযোগিতা করে যাচ্ছেন এটা সত্যি আমাদের জন্য অনেক বড়ো পাওয়া এবং শিক্ষণীয়ও বটে। সবচেয়ে বড়ো কথা হলো মানুষ হিসেবে উনি অনেক বড়ো মনের। তার কাছে শিখতে পারাটাও আমার জন্য অনেক ভাগ্যের। নতুন এই গানটির জন্য সবার আশীর্বাদ কামনা করছি।"
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে