বিনোদন ডেস্ক
রোববার দেশে ফিরতে পারেন ক্যানসার আক্রান্ত আব্দুল কাদের
আব্দুল কাদের
জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের ক্যানসারে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের এক হাসপাতালে চিকিতসাধীন আছেন। আপাতত তার শারীরিক অবস্থা আগের চেয়ে সামান্য ভালো। নতুন করে রক্ত দেয়া হচ্ছে তাকে। জানা গেছে, রোববার অভিনেতাকে দেশে নিয়ে আসা হবে।
চেন্নাই থেকে শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি। তিনি জানান, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। বাবার অবস্থা আগের থেকে একটু ভালো। তবে তিনি এখনো মুখে কিছু খেতে পারছেন না। নল দিয়ে স্যালাইন দেয়া হচ্ছে তাকে। তার শরীর খুব দুর্বল তাই কেমোথেরাপি দেয়া যাচ্ছে না।
রোববার ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে চেন্নাই থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন আবদুল কাদের। ইউএস বাংলার একটি ফ্লাইটে নিয়ে আসা হবে তাকে। ফ্লাইটটি চেন্নাই থেকে সরাসরি চট্টগ্রাম আসবে। সেখানে প্রায় এক ঘণ্টার ট্রানজিট দিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে ফ্লাইটটির। তারপর আবদুল কাদেরকে সরাসরি নিয়ে যাওয়া হবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এমনটাও জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।
দেশবাসীর কাছে আবদুল কাদেরের সুস্থতার জন্য দোয়া চেয়ে জেমি আরো বলেন, উনার অবস্থা এখন যেমন আছে তেমন থাকলে আগামীকাল ফ্লাই করতে বড় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ডাক্তাররা। তারপরও ভয় হচ্ছে, এত লম্বা একটা জার্নি। সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে