বিনোদন ডেস্ক
আমার গ্রেপ্তারির খবর সম্পূর্ণ ভুল ও মিথ্যা: সুজান
সুজান খান
সোমবার মুম্বাইয়ের একটি নাইট ক্লাব থেকে ক্রিকেটার সুরেশ রায়না, গায়ক গুরু রনধাওয়াসহ অনেকেই গ্রেফতার হন। এ সময় হৃতিক রোশনের সাবেক স্ত্রী তথা ডিজাইনার সুজান খানের গ্রেফতারের তথ্যও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে সুজানের দাবি তাকে আটক করা হয়নি। এ সম্পর্কে ছড়ানো যাবতীয় খবর ভুল ও মিথ্যা। এই বিষয়ে ইনস্টাগ্রামে ‘আমার বিনীত নিবেদন’ ক্যাপশন দিয়ে সুজান একটি পোস্ট শেয়ার করেছেন।
সেখানে লেখেন, “গত রাতে জে ডব্লিউ ম্যারিয়টের ড্রাগন ফ্লাই ক্লাবে আমি আমার কাছের বন্ধুর জন্মদিনের নৈশভোজে গিয়েছিলাম এবং সঙ্গে আরও বন্ধুরা ছিল। ভোররাত আড়াইটা নাগাদ পুলিশ ক্লাবে ঢোকে। পুলিশ ও ক্লাব কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলাকালীন সবাইকে অপেক্ষা করতে বলা হয়।”
“প্রায় তিন ঘণ্টা ধরে তা চলে। সকাল ছয়টা নাগাদ আমরা বাইরে বের হওয়ার অনুমতি পাই। অর্থাৎ সংবাদমাধ্যমে ছড়ানো আমার গ্রেপ্তারির খবর সম্পূর্ণ ভুল ও মিথ্যা।”
কেন তাদের এতক্ষণ ধরে অপেক্ষা করানো হলো? সেই প্রশ্নের উত্তর তার কাছে নেই বলেই জানান সুজান। তবে মুম্বাই পুলিশের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। বরং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, করোনাকালে বিধিভঙ্গের অভিযোগে ক্রিকেটার সুরেশ রায়না ও পাঞ্জাবি পপ তারকা গুরু রানধাওয়া-সহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে দুজনই জামিন পেয়ে যান। পার্টিতে জনপ্রিয় গায়ক বাদশাও উপস্থিত ছিলেন। তার ছবিও ছড়িয়ে পড়ে।
ঘটনার পরই রায়নার টিমের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হলো, ক্রিকেটারের ভুল নেহাতই অনিচ্ছাকৃত। সে জন্য তিনি ক্ষমাপ্রার্থী। মহারাষ্ট্রে নাইট কারফিউ সম্পর্কে কোনো ধারণা ছিল না তার। দিল্লি উড়ে আসার আগে সেখানে গিয়েছিলেন খাবার খেতে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে