বিনোদন ডেস্ক
আপডেট: ১৭:২১, ২৪ ডিসেম্বর ২০২০
‘জন্মদিনের কেক কাটার টাকা দিয়ে শীতবস্ত্র বিতরণ করুন’
ইলিয়াস কাঞ্চন
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বহু কালজয়ী ও সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন কয়েক দশকে। ভক্তদের মন জিতেছেন তার অভিনয় দিয়ে। আজ বৃহস্পতিবার এই অভিনেতার ৬৪তম জন্মদিন।
এই বিশেষ দিনে তিনি ফেসবুকে হাজির হয়েছেন লাইভে। সেখানে জানান, জন্মদিনটিকে ঘিরে তোমন কোনো আয়োজন করবেন না একুশে পদকে ভূষিত হওয়া অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি তার ভক্ত-দর্শকদের কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থ থাকেন। সেইসঙ্গে ভক্তদের ভালোবাসা ও সম্মান যেন আমৃত্যু ধরে রাখতে পারেন সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
নিজের ৬৪ তম জন্মদিন প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সারাদিন বাসায় কাটবে বিশেষ কোনো আয়োজন নেই। আমার ভক্ত, অনুরাগী এবং আমার সংগঠনের সদস্যরা প্রতি বছরই কেক কেটে আমার জন্মদিনটি উদযাপন করেন। তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেনো আমার জন্মদিনে এবার কোনো কেক না কাটেন।
যে টাকা খরচ করে কেক কাটবেন সেই টাকা দিয়ে মাস্ক বিতরণ করুন এবং সম্ভব হলে যার পক্ষে যা সম্ভব অসহায় মানুষের মধ্যে শীতকালীন বস্ত্র বিতরণ করুন। তাহলে আমার প্রতি সঠিক ভালোবাসা প্রকাশ পাবে। আমিও আনন্দিত ও খুশি হবো। ’
তিনি আরও বলেন, ‘আমার জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আপনারা যে সমস্ত ভালো কাজের উদ্যোগ নেন, তা সত্যই প্রশংসনীয়। যেহেতু আমরা এ বছর বৈশ্বিক মহামারির সঙ্গে লড়াই করছি, তাই সুরক্ষা অপরিহার্য। আমি আমার সব ভক্ত, অনুরাগী এবং আমাকে যারা ভালোবাসেন তাদেরকে অনুরোধ করছি দয়া করে সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকুন।
আর ক্ষণিকের জীবন ও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে সেই কথা চিন্তা করে নিজেকে ভালো কাজের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করুন।’
ইলিয়াস কাঞ্চনের লাইভ:
প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রে গত শতাব্দীর সোনালি যুগের অভিনেতা কাঞ্চন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় আশুতিয়াপাড়া গ্রামে ১৯৫৬ সালের ২৪ শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
১৯৭৭ সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি বাংলাদেশি চলচ্চিত্রে নব্বইয়ের দশকের একজন জনপ্রিয় অভিনেতা। কাঞ্চন ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত বেদের মেয়ে জোছনা (১৯৮৯) ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেছেন।
তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তোলেন। সমাজসেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৭ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে