বিনোদন ডেস্ক
সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল অপি অভিনীত ‘মায়ার জঞ্জাল’
সংগৃহীত
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’। ইতালিতে বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জিতেছে অপি করিম অভিনীত এই চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন ভারতের ইন্দ্রনীল রায় চৌধুরী।
গত ১৮ ডিসেম্বর ইতালির রোমে শুরু হয় এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের ২১তম আসর। এ প্রতিযোগিতার ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’-এর অফিশিয়াল সিলেকশনের ৯টি চলচ্চিত্রের মধ্য থেকে পুরস্কার জিতে নেয় এই চলচ্চিত্র। মহামারি করোনার কারণে এ বছর অনলাইন স্ক্রিনিংয়ের মাধ্যমে দেখানো হয় আমন্ত্রিত চলচ্চিত্রগুলো। গত ২৩ ডিসেম্বর এই উৎসবের পর্দা নামে।
বাংলাদেশ থেকে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জসীম আহমেদ। তিনি বলেন- যেকোনো প্রাপ্তি আনন্দের! এর আগেও বিশ্বের বিভিন্ন উৎসব থেকে আনন্দ বয়ে এনেছে এই চলচ্চিত্র। তবে এবারের আনন্দটা সবচেয়ে বেশি। কারণ বিজ্ঞ বিচারকরা সেরা এশিয়ান চলচ্চিত্র হিসেবে নির্বাচন করেছেন। আগামী বছরে বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করেছি।
এ চলচ্চিত্রে সোমা চরিত্রে অভিনয় করেছেন অপি করিম। মেয়েটি কলকাতার। স্বামী আর একমাত্র সন্তান নিয়ে তার সংসার। কিন্তু তার স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করে সোমা। তার স্বামী চাঁদু চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে