বিনোদন ডেস্ক
আপডেট: ১৫:০১, ২৭ ডিসেম্বর ২০২০
জন্মদিনে সালমানের দেখা পাবেন না ভক্তরা
সালমান খান
আজ ২৭ ডিসেম্বর, বলিউডের ভাইজান সালমান খানের ৫৫ তম জন্মদিন। তবে করোনার কারণে অন্যান্য বছরের মতো এবার ভক্তদের দেখা দিবেন না তিনি।
সালমান খানের জন্মদিনে প্রতিবছর অভিনেতার বান্দ্রার বাড়ির সামনে নামে ভক্তদের ঢল। সবার একটাই আশা, প্রিয় তারকাকে দেখা।
কিন্তু বিশ্বব্যাপী এ বছর করোনা তাণ্ডব দেখাচ্ছে। তাই এবার আর সেই আশা পূরণ হবে না ভক্তদের।
ভিড় না করতে অভিনেতার বাড়ির সামনে এক নোটিশে টাঙিয়ে দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, জন্মদিনে সালমান খান বাড়িতে থাকবেন না। তাই কেউ যেনো বাড়ির সামনে ভিড় না করেন।
১৯৬৫ সালে ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সালমান খান। প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান এবং তার প্রথম স্ত্রী সুশীলা চরকের বড় ছেলে তিনি। সালমানের আরো দুই ভাই আরবাজ খান ও সোহেল খান।
১৯৮৮ সালে রেখা আর ফারুক শেখ অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান খানের। তবে কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা হিসেবে ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা নিয়ে হাজির হন তিনি।
প্রথম সিনেমাতেই বাজিমাৎ করেন সাল্লু। এ সিনেমায় নিজের দক্ষতা দেখিয়ে ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নবাগতর পুরস্কার লাভ করেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সালমান খানকে। তারকাদের ছাড়িয়ে হয়েছেন মহাতারকা।
দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এরমধ্যে- সাজান, হাম আপকে হ্যায় কৌন, কারণ অর্জুন, বিবি নাম্বার ওয়ান, হাম দিল দে চুকে সানাম, তেরে নাম, পার্টনার, বডি গার্ড, দাবাং, রেডি, বজরঙ্গি ভাইজান, সুলতান, ভারত প্রভৃতি উল্লেখযোগ্য।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে