বিনোদন ডেস্ক
মা হারালেন সঙ্গীত তারকা এ আর রহমান
মায়ের সঙ্গে এ আর রহমান। সংগৃহীত
অস্কারজয়ী সঙ্গীত তারকা এ আর রহমান বলেছিলেন, মা-ই ছিলেন প্রথম ব্যক্তি যিনি অনুধাবন করেছিলেন তার সন্তান সঙ্গীত জগতে অনেক উঁচুতে উঠবেন। আজ সেই মাকে হারিয়ে ফেললেন এই তারকা।
মারা গেছেন এ আর রহমানের মা করীমা বেগম। এ আর রহমান সোমবার (২৮ ডিসেম্বর) তার মায়ের একটি ছবি পোস্ট করেছেন এবং মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর সময় এখনো নিশ্চিত হওয়া যায় নি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সঙ্গীতজ্ঞের মা। চলতি বছর করোনার কবলেও পড়েছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে এ আর রহমান তার মাকে নিয়ে বলেছিলেন, ‘ সঙ্গীত ছিল আমার মায়ের খুব প্রিয়। সহজাত প্রবৃত্তিতে তিনি সঙ্গীতকে হৃদয়ে ধারণ করেছিলেন। যেভাবে তিনি চিন্তা করেন এবং সিদ্ধান্ত গ্রহণ নেন তাতে স্পষ্ট যে তিনি আমার চেয়ে আধ্যাত্মিকভাবে অনেক উঁচুতে।
আমার সঙ্গীত জগতে আসার সিদ্ধান্তও তারই। মাত্র একাদশ শ্রেণিতেই তিনি আমাকে স্কুল থেকে ছাড়িয়ে নেন, আর সঙ্গীতের সঙ্গে সখ্য তৈরি করে দেন। এটা তারই দৃঢ় বিশ্বাস ছিল যে সঙ্গীতই আমার প্রকৃত পথ। এখানে আমি সফলতা পাবো।’
মাত্র ৯ বছর বয়সে রহমানের (তখন নাম ছিল দিলীপ) বাবা সঙ্গীত ব্যক্তিত্ব আরকে শেখর মারা যাওয়ার পর তার মা করীমা বেগমই (তখন নাম ছিল কস্তুরি শেখর) তাকে বড় করে তুলেছেন বলে নিজের জীবনের গল্পে জানিয়েছেন এ আর রহমান।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে