বিনোদন ডেস্ক
আপডেট: ১৬:২৬, ১ জানুয়ারি ২০২১
নতুন লুকে হাজির ‘নিখোঁজ’ বুবলী
সংগৃহীত ছবি
হঠাৎ ‘নিখোঁজ’ হয়ে গিয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত বছরের ফেব্রুয়ারি থেকে নতুন বছরের জানুয়ারি— এই দশ মাসে কোথাও দেখা যায়নি তাকে। সর্বশেষ কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ও সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবির শুটিংয়ে অংশ নেন।
‘বীরে’ বুবলীর নায়ক ছিলেন শাকিব খান, আর ‘ক্যাসিনো’তে নিরব। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি ‘ক্যাসিনো’ ছবির একটি গানের শুটিংয়ের কল্যাণেই দেখা মেলে তার। এরপরই বলতে গেলে উধাও হন বুবলী।
গত ১৪ ফেব্রয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে ‘বীর’ সিনমা মুক্তি পেলেও সিনেমাটির কোনো প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেননি এ নায়িকা। ফলে তাকে নিয়ে শুরু হয় নানা কানাঘুষা, গুঞ্জন ও বিতর্ক।
‘বুবলী অন্তঃসত্ত্বা’— এমন খবরও লোকমুখে শোনা যায়। তবুও আড়াল ভাঙেননি বুবলী।
গত বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট— এই ছয় মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব দেখা যায়নি তাকে। আর গত ফেব্রুয়ারি থেকে বুবলীর মুঠোফোন ও ম্যাসেঞ্জারে ক্রমাগত যোগাযোগের চেষ্টা করতে থাকলেও কোনো সাড়া মেলেনি।
এবার জানা গেলো নতুন বছরে আড়াল ভাঙছেন বুবলী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়েছেন সরব। বছর শুরুর দিনে ফেসবুকে মুখ খুললেন তিনি। ছবি পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানিয়েছেন। তিনি আরো লেখেন, ‘নতুন বছরে নতুন লুকে শুরু করছি।’
নতুন বছরে বুবলী আড়াল ভেঙে আবার ফিরছেন চলচ্চিত্রের শুটিংয়ে। ইতোমধ্যে অনেক পরিচালক, সহশিল্পী তার সঙ্গে নতুন ছবির ব্যাপারে যোগাযোগ করছেন।
নতুন বছরে যে বুবলী ক্যামেরার সামনে ফিরছেন সেটা নিশ্চিতভাবে জানা গেছে বুবলীর একাধিক ঘনিষ্ট সূত্রের বরাতে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নির্মাতা ও নায়ক বলেছেন, বেশ কয়েকটি সিনেমার গল্প নিয়ে বুবলীর সঙ্গে যোগাযোগ হয়েছে। ব্যাটে-বলে মিলে গেলে নতুন বছরে ছবিগুলোর শুটিং দিয়ে ফিরতে পারেন বুবলী।
উল্লেখ্য, বুবলীর আড়াল হওয়ার গল্প এবার নতুন নয়। এর আগে ২০১৭ সালে ‘রংবাজ’ সিনেমার মহরতের পর আড়ালে চলে গিয়েছিলেন তিনি। পরে ফিরে গণমাধ্যমে বলেন, নিজেকে ও পরিবারকে সময় দিতেই কাজ থেকে 'ব্রেক' নিয়েছিলেন তিনি।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে