বিনোদন ডেস্ক
আপডেট: ১৩:৪৭, ৪ জানুয়ারি ২০২১
প্রকাশিত হচ্ছে তাহসানের বই
তাহসান
তাহসান খান। একাধারে কণ্ঠশিল্পী, মডেল ও অভিনেতা। এবার তিনি সকলের সামনে আসছেন নতুন পরিচয় লেখক হয়ে।
করোনার লকডাউন চলাকালে ঘরে বসে বেশ কিছু লেখা লিখে ফেলেছেন এই তারকা। তা দিয়ে এবারের বই মেলায় একটি বই প্রকাশ পাচ্ছে তাহসানের।
‘অনুভূতির অভিধান’ শিরোনামের বইটিতে ৩০টি ছোট গল্প থাকছে। বই প্রকাশের ইচ্ছা নিয়ে তাহসান বলেছিলেন, লেখালেখির নেশা আগে থেকেই ছিল। করোনায় গল্প, কবিতা লেখার চেষ্টা করে গেছি। তবে কখনো বই প্রকাশ করার কথা ভাবিনি। করোনার বন্দি সময়ে আবার যখন লেখালেখি শুরু করলাম, তখন নতুন করে ভেবেছি।
এছাড়া সম্প্রতি তাহসান শেষ করেছেন ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার কাজ। এ ব্যাপারে তিনি জানান, সিনেমাটির শুটিং বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে। ডাবিংয়ের কাজও শেষ করে ফেলেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ যেসব কাজ বাকি ছিল, সেগুলো একে একে শেষ করার জন্য কাজ করে যাচ্ছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
এদিকে কয়েকদিন আগেই জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হিসাবে তাহসানের নাম ঘোষণা করা হয়েছে। এবারই প্রথম কোনো বাংলাদেশীকে দূত হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। আগামী ২ বছর এই দায়িত্ব পালন করবেন তাহসান।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে