বিনোদন ডেস্ক
অভিনেত্রী আশার মৃত্যু: মোটরসাইকেল চালক কারাগারে
আশা চৌধুরী
রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় অভিনেত্রী আশা চৌধুরীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মোটরসাইকেল চালক শামীম আহমেদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়ার আদালত এই আদেশ দেন। এর আগে আসামি শামীম আহমেদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা দারুসসালাম থানার এসআই সোহান আহমেদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত সোমবার গভীর রাতে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় ট্রাক চাপায় মারা যান টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী।
এ ঘটনায় মঙ্গলবার আশা চৌধুরীর পিতা মো. আবু কালাম বাদী হয়ে রাজধানীর দারুসসালাম থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। এরপর ওই দিন আসামি শামীম আহমেদকে গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বিগত ৬ থেকে ৭ বছর ধরে শামীম আহমেদের সঙ্গে আশার পরিচয়ের সুবাদে তাদের মধ্যে আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়। সেই সম্পর্কের সুবাদে আশাদের বাসায় প্রায়ই যাতায়াত করতো আসামি শামীম। এতে আশার পরিবার শামীমকে অত্যাধিক বিশ্বাস ও স্নেহ করতো। যার কারণে শামীম মাঝেমধ্যে আয়েশাকে তার অফিস এবং মিডিয়ার কাজে আসা-যাওয়ার জন্য সহযোগিতা করতো।
মামলার অভিযোগে আরো বলা হয়, গত ৪ জানুয়ারি রাত ১১ টার দিকে বনানী অফিস হতে আশা বের হওয়ার সময় তার বাবাকে ফোন দিয়ে জানায়, 'আমি কিছুক্ষণের মধ্যে বাসায় আসতেছি।' এরপর রাত পৌনে ১১ টার দিকে পুনরায় আশা তার বাবাকে ফোন দিয়ে জানায়, বাড়ির কাজের ব্যাপারে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছে। কাজ নিয়ে কোনো সমস্যা হবে না। আমি শামীম ভাইয়ের সঙ্গে চলে আসবো। এ সময় শামীম মোবাইলে বলে, আপনার মেয়ে যেভাবে বলে সেভাবে কাজ করেন, তাহলে ভালো হবে। পরবর্তীতে রাত পৌনে দুইটার সময় শামীম ফোন করে জানায়, আশা আর নেই। টেকনিক্যাল মোড়ে একটি অজ্ঞাত ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে।
মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়, আসামি শামিম আহাম্মেদ বেপরোয়া দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে দুই ট্রাকের মাঝখান দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় সামনের ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে আশা আসামি শামীমের মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে যায়। এরপর পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত ট্রাক আশাকে চাপা দিলে মাথা ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত ও জখম হয়। এতে আশা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে