বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:১৪, ৮ জানুয়ারি ২০২১
কলার টিউন থেকে অমিতাভের কণ্ঠ সরাতে যুবকের মামলা
অমিতাভ বচ্চন
ভারতে কাউকে ফোন করলেই শোনা যায় অমিতাভ বচ্চনের ভরাট কণ্ঠ। তিনি পরামর্শ দিচ্ছেন করোনা থেকে কীভাবে সতর্ক থাকা যায়। এবার অমিতাভের কণ্ঠ সরাতে মামলা দায়ের করেছেন এক যুবক।
ভারতীয় গণমাধ্যম জানায়, অমিতাভের কণ্ঠে কোভিড সতর্কবার্তা মোবাইলের কলার টিউন থেকে সরিয়ে ফেলার আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন রাকেশ।
তার মতে, কলার টিউন হিসেবে করোনাভাইরাসের সতর্কবার্তায় কণ্ঠ দেওয়ার জন্য অমিতাভ বচ্চনকে পারিশ্রমিক দিচ্ছে ভারত সরকার। কিন্তু এমন অনেক করোনা যোদ্ধা রয়েছেন যারা দেশের সেবা করে চলেছেন। দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। একাধিক করোনা যোদ্ধা নিজেদের কষ্ট করে উপার্জন করা অর্থ দিয়ে অসহায় মানুষদের উপকার করেছেন। বিখ্যাত করোনা যোদ্ধাও রয়েছেন যারা বিনামূল্যে করোনার সতর্কবার্তায় নিজেদের কণ্ঠ দিতে প্রস্তুত। তাই বিগ বি-র কণ্ঠ সরিয়ে ফেলার দাবি করেছেন রাকেশ।
সমাজসেবী হিসেবে কাজ করার ইতিহাস খুব একটা নেই অমিতাভের। তাই রাকেশের আবেদন শাহেনশাহর পরিবর্তে এমন কাউকে এই সুযোগ দেওয়া হোক, যিনি বিনা পারিশ্রমিকে এই কাজ করবেন।
মঙ্গলবার দিল্লি হাইকোর্টে রাকেশের আবেদনপত্র জমা দেন আইনজীবীরা। ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য হয়েছে। আদালত রাকেশের এই আবেদন মঞ্জুর করবে কি-না, তা সেদিনই জানা যাবে।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে